নয়া বছরে এখনও দু'মাস কাটেনি। এরইমধ্যে দু'দফায় ব্যাঙ্ক ধর্মঘট করেছে ব্যাঙ্ক ধর্মঘট সংগঠনগুলি। মার্চে𓆉র দ্বিতীয় সপ্তাহে🍬ও তিনদিনের ধর্মঘটের জেরে বিঘ্নিত হতে পারে ব্যাঙ্ক পরিষেবা।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax Rate with Deduc👍tions- চাকুরিজীবীদের জন্য বিশেষ ব্যবস্থ♔া
ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (বিএফএফআই) ও অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, বেতন বাড়ানোর দাবি নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়ܫেশনের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। সেজন্য ১১ থেকে ১৩ মার্চ ব্যাঙ্ক ধর্মঘট হবে।
আরও পড়ুন : Budget 2020🅷- Mutual Funds এর Capital gains এ TD✅S দিতে হবে না
যদি শেষপর্যন্ত ধর্মঘট করা হয় তাহলে তিনদিন নয়, টানা পাঁচদিন ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হবে। কারণ, তিনদিনের ধর্মঘটের পরদিন অর্থাৎ ১৪ মার্চ দ্বিতীয় শনিবার। ফলে সেদিন ব্যাঙ্ক থাকবে। পরদিন রবিবার হওয়ায় ব্যাঙ্কের ঝাঁপ খুলবে না। তার জেরে চরম ভোগান🧸্তিতে পড়তে হবে সাধারণ মানুষকে।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax rate with deductions-চাকরি করুন বা ব্যবসা, কোনটা 🙈বাছা উচিত, জেনে নিন
যদিও আইসিআইসিআই ও এইচডিএফসির মতো ൩বেসরকারি ব্যাঙ্কগুলিতে ধর্মঘটের প্রভাব পড়বে না।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax Rate w🥀ith deductions- E-Calcula🦂tor ব্যবহার করে দেখুন
গত ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের জেরে টানা তিনদিন ব্যাঙ্ক পরিষেꦯবা ব্যাহত হয়েছিল। চরম ভোগান্তিতে পড়েছিলেন গ্রাহকরা। এবার তা আরও বাড়বে বলে আশঙ্কা আমজনতার।
আরও পড়ুন : Budget 2020: নয়া করনীতিতেও কোন বিনিয়োগের ওপ⛦র ছাড় মিলবে?