শিয়রে লোকসভা ভোট। তার আগে, সদ্য ত্রিপুরায় বিজেপির সবচেয়ে বড় বিরোধী দল তিপ্রা মোথা পার্টির প্রধান প্রদ্যোৎ দেববর্মা বসেছিলেন কংগ্রেসের সঙ্গে জোট আলোচনায়। এরপর শনিবারই তিনি করলেন বড় ঘোষণা। প্রদ্যোৎ দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরার উপজাতির সাংবিধানিক সমাধানের দাবিতে তিনি ত্রিপুরার খোয়াই জেলার হাতাই কোটরে আমরণ অনশনে বসছেন। উল্লেখꦐ্য, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে ত্রিপুরা রাজবংশের সন্তান তথা মোথা পার্টির প্রধান প্রদ্যোৎ দেববর্মা বহুদিন ধরে সরব। এবার তাঁর রাজনৈতিক পদক্ষেপ কোনপথে যায়, সেদিকে নজর বহু মহলের।
আগামী ২৮ তারিখ থেকে মোথা পার্টির প্রধা♍ন প্রদ্যোৎ দেববর্মা আমরণ অনশনে বসার কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি ভারত সরকারকে বলেছি যে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কোনও ইতিবাচক প্রতিক্রিয়া না আসলে আমি হাতাই কোটরে আমরণ অনশন শুরু করব।’ একই সঙ্গে প্রদ্যোৎ বলছেন, ‘আ⛎মার স্বাস্থ্য ভালো নেই। আমার মৃত্যু হলে কেন্দ্র ও রাজ্য দায়ী থাকবে। আমি আমার ব্যক্তিগত জীবন হারিয়েছি। আমার কোন পরিবার নেই.. আমাকে মৌখিকভাবে গালি দেওয়া হয়েছিল, আমাকে অপমান করা হয়েছিল। তার পরেও যদি কেউ প্রতারিত হয়, তবে আমার প্রাসাদ ছেড়ে মাটিতে বসে আমার লোকদের নিয়ে অনশন শুরু করাই ভালো। আমি মরে যাব, কিন্তু আমার লোকদের সাথে বিশ্বাসঘাতকতা করব না।’
প্রসঙ্গত, সদ্য স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসারদের সঙ্গে বৈঠকের পর দিল্লি থেকে ফিরেছেন প্রদ্যোৎ। সেখানে পৃথক তিপ্রাল্যান্ড নিয়ে হয়েছে আলোচনা। উল্লেখ্য, ত্রিপুরার উপজাতিদের জন্য এই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে সরব মোথা পার্টির প্রধান প্রদ্যোৎ দেববর্মা। এছাড়াও দিল্লির আলোচনায় ত্রিপুরার ট্রাইবার এরিয়া অটোনমাস কাউন্সিলে সরাসর ফান্ডিং নিয়েও কথাবার্তা হয়েছে বলে খবর। প্রদ্যোৎ দেববর্মা বলছেন, তিনি ১০ দিন দিল্লিতে অপেক্ষা করেছেন, যাতে এই ইস্যুতে সমাধান আসে। তবে তা আসেনি, বলে তাঁর দাবি। প্রদ্🍬যোৎ বলছেন, ‘ এটা এ🏅কটা অপমান... দিল্লি যদি আমাদের দাবি না মানে, তাহলে আমি হাতাই কোটরে অনশন শুরু করব।’
তিপ্রা মোথা পার্টির প্রধান বলছেন, তিনি পর্যবেক্ষণ করেছেন যে, জম্মু ও কাশ্মীর থেকে যদি রাতারাতি লাদাখকে আলাদা করা যায়, তাহলে গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে কেন সম্মতি দেওয়া যাবে না? উল্লেখ্য, পার্টি গঠনের পরপরই ত্রিপুরার বিধানসভা ভেটে একটা 💎বড় অংশের আসন দখল করে তিপ্রা মোথা পার্টি। ৬০ আসনের মধ্যে তাঁ🌸দের দখলে ঠিল ১৩ আসন। সেই জায়গা থেকে পার্টির প্রধানের পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ রাজনীতির আঙিনায়।