দ্বিতীয় তৃণমূল সরকারের শেষ বাজেট পেশ করতে গিয়ে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাজেট প্রস্তাবে মোট প্রায় ৩,০০০ কোটি টাকা কৃষি ক্ষেত্রে বরাদ্দের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একাধিক নতুন প্রকল্পের কথাও ঘোষণা করেছেন তিনি।এদিন ‘কৃষকবন্ধু’ বনাম ‘কিষাণ সম্মান নিধি’ নিয়ে প্রতিযোগিতা দাঁড়িয়ে গিয়েছে। কারণ শুক্রবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করে ‘কৃষকবন্ধু’ প্রকল্পে বরাদ্দ আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণার পাশাপাশি তিনি জানালেন, কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পাবেন ভাগচাষিরাও। ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করা হল। এই সুবিধা চলতি বছর জুন মাস থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এমনকী রাজ্যে যাতে কেন্দ্রীয় প্রকল্প ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের টাকা দেওয়া হয়, তার জন্যকে কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।এদিন তিনি অভিযোগ তুলে জানান, কেন্দ্রের পক্ষ থেকে কোনও সাহায্য পায়নি বাংলা। তা সত্বেও জনকল্যাণমূলক কাজে চলতি অর্থবর্ষে বাজেট বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রের নয়া কৃষি আইন ‘কৃষক বিরোধী’, এই অভিযোগে কৃষক আন্দোলন চলছে দিল্লিতে। তা সমর্থন করে একাধিকবার বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বাংলার কৃষকদের মন পেতে এবং সামগ্রিকভাবে কৃষিক্ষেত্রের উন্নতি ঘটাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হল বলে মনে করা হচ্ছে।