বাড়িতে চলছিল জন্মদিনের পার্টি। আর তারই মাঝে চোর এসে ফাঁকা করে দিল লাখ লাখ টাকা আর সোন♐ার গয়না। দুই চোরে মিলে ৩০ গ্রাম সোনা আর ২.৩ লাখ নগদ টাকা নিয়ে গিয়েছে। ঘটনা বেঙ্গালুরুর। পার্টি চলাকালীন বাড়িতে কীভাবে চোর ঢুকেছে আর চুরি করেছে দেদার, তা শুনলে চোখ কপালে উঠবে!
বেঙ্গালুরুর মদিনানগরের ওই বাড়িতে জন্মদিনের পার্টি চলছিল একতলায়। দুই সন্দেহভাজন চোর স্কুটারে আসে। তারা এর আগেও বহু বাড়িতে চুরির ধান্দায় ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়। তারপরই তাদের নজর পড়ে ম﷽দিনানগরের আকবর শরিফের বাড়িতে। সেখান🌠ে চলছিল জন্মদিনের পার্টি। বাড়ির খানিক দূরে তারা তাদের স্কুটার রাখে। আর তড়তড়িয়ে বাড়িতে ঢুকে ওপরের তলায় চলে যায়। সিঁড়ি দিয়েই দোতলায় ওঠে তারা। একতলায় সকলে যখন জন্মদিনের উৎসবে মসগুল, তখন চোরদ্বয় দোতলায় চুরিে করে চলে। সোনার গয়না থেকে নগদ টাকা, কিথুই বাদ যায়না তাদের চোখ থেকে। তারপর চুরি করে সোজা আবার সিঁড়ি দিয়েই নেমে আসে তারা। তারপর যা চুরি করেছে তারা তার সবটা নিয়ে তারা নেমে এসে চলে যায় স্কুটারের কাছে। এই সময় আরও এক টুইস্ট যোগ হয় ঘটনাক্রমে।
( Bhai Phonta 2024 T🐷ithi: ভাইফোঁটা ২০২৪র দ্বিতীয়া তিথি কখন থেকে পড়ছে? দেখে নিন শুভ মু༒হূর্ত)
ওই দুই চোর যখন স্কুটারে উঠতে যাচ্ছে, তখনই এলাকায় বিদ্যুৎ চলে যায়। লোডশেডিং তাদের কাছে আরও একটা সুযোগ করে দেয়! তারা ভাবে আরও চুরি করার সুযোগ রয়েছে। ফলে সোজা⛄ তারা আবার সেই বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ফের দোতলায় যায় তারা। তখনই বাড়ির এক সদস্যের মুখে পড়ে চোরদ্বয়। বাড়ির ওই সদস্য তাদের প্রশ্ন করেন, কাকে খুঁজছে তারা? তখনই আরও এক গল্প বানায় চোরেরা। তারা বলে গোপালকে খুঁজছে। বাড়ির সদস্য বলেন, এই বাড়িতে গোপাল বলে কেউ নেই। তখনই নাকের ডগা দিয়ে চম্পট দেয় দুই চোর।
( Kali Dour in Malda: কাঁধে প্রতিমা তুলে চলে 'কালী দৌড়' প্রতিযোগিতা! ৩৫০ বছরের প্রথা আজও অক𓄧্ষত মালদার চাঁচলে)
তারপরই সন্দেহ হতে, পরিবার খুঁজতে গিয়ে দেখে সোনার গয়না থেকে নগদ টাকা উধাও। কাল বিলম্ব না করে পুলিশের কাছে যান বাড়ির সদস্যরা। সেখানে গিয়ে দেখেন, এলাকার বাকিরাও তাঁদের বাড়িতে চুরির অভিযোগ জജানাতে এসেছেন। গোটা বিষয়ে পুলিশ নেমেছে তদন্তে।