সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট (Sukanya Samriddhi Account) :সুদের হার : ৭.৬% । এই মুহূর্তে সবচেয়ে বেশি সুদ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টেই। এটি প্রতি কোয়ার্টারে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তনও হতে পারে।বছরে ন্যূনতম বিনিয়োগ : ২৫০ টাকাবছরে সর্বোচ্চ বিনিয়োগ : ১.৫ লাখ টাকাম্যাচিওরিটি পিরিয়ড : ১০ বছরের নিচে কোনও শিশুকন্যার অভিভাবকরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। একই পরিবারে সর্বোচ্চ দুই কন্যার জন্য এটি করা যাবে। ১৮ বছর বয়স বা দশম শ্রেণি পাশের পরেই তোলা যাবে টাকা। অ্যাকাউন্ট খোলার দিন থেকে ২১ বছর বা মেয়ের বিয়ের সময় পর্যন্ত ম্যাচিওর হতে পারে এই অ্যাকাউন্ট।শর্তাবলী : কোনও অর্থবর্ষে অভিভাবকরা ন্যূনতম অর্থ বিনিয়োগ না করলে সেই অ্যাকাউন্ট ডিফল্ট হিসাবে ধরে নেবে পোস্ট অফিস। অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ৫০ টাকা জমা দিতে হবে। আবারও প্রতি বছর ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হবে।সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizens Savings Scheme) :সুদের হার : ৭.৪%বছরে ন্যূনতম বিনিয়োগ : ১০০০ টাকাবছরে সর্বোচ্চ বিনিয়োগ : ১৫ লাখ টাকাম্যাচিওরিটি পিরিয়ড : ৫ বছর। শর্তবিশেষে আরও ৩ বছর বৃদ্ধি করা যায়।শর্তাবলী : আগে থেকেই চাকরি থেকে অবসর গ্রহণকারী ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা ৫৫ বছর।জওয়ান বা প্রতিরক্ষা দফতরে কর্মরতদের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ৫০ বছর।পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund, PPF) :সুদের হার : ৭.১%বছরে ন্যূনতম বিনিয়োগ : ৫০০ টাকাম্যাচিওরিটি পিরিয়ড : প্রায় ১৫ বছর। শর্তসাপেক্ষে ৫ বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়।শর্তাবলী : প্রতি বছর ৩১ মার্চ অ্যাকাউন্টে যুক্ত হয় সুদের টাকা। পাবেন আয়করে ছাড়ও।