রতন টাটার প্রয়াণে জনজোয়ার নেমেছে মুম্বইয়ে। আজ তাঁর শেষকৃত্যে অংশ নিতে মহারাষ্ট্রের তাবড় রাজনীতিবিদরা হাজির হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আজ যাবেন রতন টাটার শেষকৃত্যে অংশ নিতে। এই সবের মাঝেই শোক দিবস পালিত হচ্ছে মহারাষ্ট্র জুড়ে। বাতিল করা হয়েছে যাবতীয় সরকারি অনুষ্ঠান। আর এবার রতন টাটাকে ভারত রত্ন দেওয়ার দাবি উঠল মহারাষ্ট্র সরকারের তরফ থেতে। এই মর্মে একনাথ শিন্ডের নেতৃত্বে মারাঠা ক্যাবিনেটে একটি প্রস্তাবনা পাশ করানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হবে। (আরও পড়ুন: ধনীদের তালিকায় আম্বানিদের ধারের কাছে ছিলেন না, জানুন রতন টাটা𓆉র সম্পত্তির বিশদ)
আরও পড়ুন: রতনের উত্তরসূরি হতে পারেন তাঁর সৎ ভাই, কে এই 𓂃নোয়েল টাটা?
আরও পড়ুন: তাঁর তৈরি সাম্রাজ্য 💎ছিল ১৬৫ বিলিয়ন ডলারের, তবে রতন টাটা বে��তন নিতেন মাত্র...
মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, আজ সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ রাজ্যে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত দক্ষিণ মুম্বইয়ের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে রতন টাটার মরদেহ শায়িত থাকবে। সাধারণ মানুষ সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন। তারপর মুম্বইয়ের ওরলি এলাকায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রতন টাটার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। (আরও পড়ুন: কলকাতায়ꦫ 'আকাশ তিমি' বে💟লুগা XL, বিমানটি কত লম্বা জানেন?)
আরও পড়ুন: নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন🍌 কোন কোম্পানি আছে ꧃জানেন?
প্রসঙ্গত, নিজের প্রাপ্য ডিভিডেন্ডের অধিকাংশই তিনি টাটা ট্রাস্টে দান করতেন। তিনি সারা জীবনে ১.২ বিলিয়ন ডলার অর্থ দান করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্বাস্থ্য ক্ষেত্রে দান করেছেন তন টাটা। দেশে অসম সহ ১০টি জায়গায় ক্যানসার হাসপাতাল গড়ে তুলেছেন রতন টাটা। এছাড়া ব্যবসায়ের মাধ্যমেও ভারতকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন রতন টাটা। এছাড়া রতন টাটা বিভিন্ন ক্ষেত্রে গ্রামীণ উন্নয়নের জন্যেও কাজ করেছিলেন। (আরও পড়ুন: 'শুধু শূন্যস্থান রয়ে গেল…', রতন 💝টাটার প্রয়াণে শোকস্তব্ধ তাঁর 'বে🅺স্ট ফ্রেন্ড')
আরও পড়ুন: 'চিরকাল আমার হৃদয়ে থাকবে'🔴, রতন টাটার প্রয়াণে আবেগতাড়ি𝄹ত মুকেশ আম্বানি
গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। এই আবহে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তখন বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছিল, গুরুতর অসুস্থ রতন টাটা। তবে শরীর খারাপ নিয়ে গুজব রটছে বলে রতন টাটা জানিয়েছিলেন নিজেই। তবে গতকাল অবশেষে প্রয়াত হন রতন টাটা। এই আবহে টাটা গোষ্ঠীর তরফে এক বার্তায় বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের রতন নভল টাটাকে বিদায় জানাতে হচ্ছে। তাঁর নেতৃত্ব শুধুমাত্র টাটা সংস্থাকে এগিয়েই নিয়ে যায়নি, দেশের প্রগতিতেও গুরুত্🎉বপূর্ণ ভূমিকা রেখেছে। সংস্থার কাছে রতন টাটা শুধুই চেয়ারম্যান ছিলেন না, ছিলেন পথ প্রদর্শক। উৎকর্ষতার প্রতি একনিষ্ঠতা এবং নতুনের সন্ধান তাঁকে উন্নতির এক থেকে অন্য শৃঙ্গে পৌঁছে দিয়েছে। সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তিনি যꦿে অবদান রেখে গিয়েছেন তা আগামীর কাছে শিক্ষা হয়ে থাকবে।