মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিং চার্লস মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠ꧅াকরের ব্যাপারে আলোচনা করেছেন। এমনটাই দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আসলে গোটাটাই রসিকতার মোড়কে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
বিজেপি নেত্রী প্রীতি গান্ধী একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে রাউতকে বলতে শোনা যাচ্ছে যে তিনজন ন⛄াকি ভিডিয়ো কনফারেন্স করেছিলেন। সেখানে একনাথ শিন্ডে গোষ্ঠীর সঙ্গে উদ্ধব ঠাকরে কীভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন সেব্যাপারে আলোচনায় উঠে আসে।
ভিডিয়োতে সঞ্জয় রাউতকে বলতে শোনা যায়, তিনজন নেতা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেননি। প্রীতি গান্ধী লিখেছেন, সঞ্জয় রাউত দাবি করেছেন পুতিন, জো বাইডেন ও কিং চার্লস তিনজনে মিলে আলোচনা করেছিলেন যে উদ্ধব ঠাকরে আসলে কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হার মেনে নিতে চাননি সেই উদ্ধব ঠাকরে আসলে কে? এর সঙ্গ🦄েই তিনি লিখেছেন কপিল শর্মার শোয়⛎ের এবার এক বড় প্রতিযোগী চলে এল।
এদিকে একনাথ শিন্ডে আগেই দাবি করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তাঁর সম্পর্কে খোঁজ নিয়েছ༺িলেন। এদিকে বিজেপি কর্🤡মীরা অবশ্য় সঞ্জয় রাউতের রসিকতার প্রশংসা করেছেন।
সমিত ঠক্কর লিখেছেন, উদ্ধব ঠাকরে যখন আবার মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসবেন তখন মার্কিন 😼প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত থাকবেন। তবে রাহুল গান্ধী নাকি সঞ্জয় রাউত কার রসিকতা সবথেকে ভালো?
মহারাষ্ট্রের রাজনীতিতে এবার নয়া রসিকতার অবতারনা। আর সেই কমিকক𓆏ে একেবারে অন্য়মাত্রায় নিয়ে গিয়েছেন খোদ সঞ্জয় রাউত। তিনি একটি সভাতে বলেন, জো বাইডেন, পুতিন আর রাজ চার্লস উদ্ধব ঠাকরে সম্পর্কে আলোচনা করেছেন। এমনকী বলেছেন, মোদীজীকে বলুন এই উদ্ধব ঠাকরে কে? এখনও আমাদের সঙ্গে পরিচয় করাননি। তিনি নাকি ম꧋োদীজির কাছেও হার স্বীকার করছেন না। একটি বেসরকারি টেলিভিশনের ক্লিপিংস এখন ঘুরছে সোশ্য়াল মিডিয়ায়। আর সঞ্জয়ের এই বক্তব্য শুনে তুমুল হাততালি সভায়।
আসলে রসিকতা করেই তিনি বলেছিলেন একথা। আর রসিকতা করে তার জবাবও দিয়েছেন বিজেপির নেতা নেত্রীরা। একেবারে কপিল শর্মার পরিচিত শোয়ের কথাও উল্লেখ কর🎐েছেন তাঁরা। কপিল শর্মার শোয়ের এক যোগ্য প্রতিযোগী এল বলেও মন্তব্য করেন তাঁরা।
আসলে মহারাষ্ট্রের রাজনীতিতে একনাথ শিন্ডে বনাম উদ্ধব ঠাকরের শিবিরের মধ্যে বিবাদ সꦦুবিদিত।