বাংলা নিউজ > বিষয় > Sanjay raut
Sanjay raut
সেরা খবর
সেরা ভিডিয়ো
জমি দুর্নীতি কাণ্ডে সঞ্জয় রাউতকে এর আগেও জেরার জন্য ডেকে ছিল ইডি। তবে তা এড়িয়ে যান শিবসেনা নেতা সঞ্জয় রাউত। এরপরই মারাঠা রাজনীতি তোলপাড় করে গ্রেফতার করা হয় সঞ্জয় রাউতকে। প্রশ্ন উঠতে পারে, কোন অভিযোগ রয়েছে এই রাজনীতিবিদের বিরুদ্ধে? ইডির সঙ্গে অসহযোগিতার অভিযোগ রয়েছে উদ্ধব পন্থী নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে। উল্লেখ্য, ৩১ জুলাই সঞ্জয় রাউতের বাড়ি থেকে সন্ধ্যে ৭ টা নাগাদ ১১ লক্ষ টাকা উদ্ধার হয়। তখনই সঞ্জয় রাউতকে আটক করা হয়। এরপর ইডি অফিসে চলে টানা ৬ ঘণ্টার জেরা পর্ব। তখনই তাঁর বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ ওঠে। আর গ্রেফতার হন সঞ্জয় রাউত। এর আগে ১ জুলাই সঞ্জয়কে দীর্ঘ সময় ধরে জেরা করে ইডি। রেকর্ড করা হয় তাঁর বয়ানও।