বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি বহুদিনের। তবে জনতা দল(ইউনাইটেড) এর এক বিধায়ক তথা মন্ত্রীর দাবি, কেন্দ্রকে একই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি। আমরা এবার সব সেক্টরের জন্য স্পেশাল প্যাকেজ চাইছি। বিহারের সার্বিক উন্নতির জন্য এই দাবি তুলেছেন মুখ্য়মন্ত্রী ঘনিষ্ঠ এই মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী বীজেন্দ্র যাদব নীতি আয়োগের মূল্যায়ন নিয়েও আপত্তি তুলেছেন। সার্বির উন্নয়নের নিরিখে এই মূল্যায়ন করেছে নীতি আয়োগ। মন্ত্রী বীজেন্দ্র যাদব বলেন, স্পেশাল স্টেটের মর্যাদা দেওয়ার দাবি থেকে আমরা সরে আসছি। একই কথা কেন্দ্রকে বলে বলে আমরা ক্লান্ত। এখন সব সেক্টরের জন্য আমরা স্পেশাল প্যাকেজ চাইছি। এদিকে নীতি আয়োগের মূল্যায়নে বেশ নীচের দিকেই রয়েছে বিহার। এবার সেই মূ্ল্যায়ন নিয়েই প্রশ্ন তুলেছেন নীতীশ কুমারের মন্ত্রিসভার ওই সদস্য। এনিয়ে ইতিমধ্যে নীতি আয়োগের কাছে চিঠি পাঠিয়েছে বিহার সরকার। মন্ত্রী জানিয়েছেন, ১৫টির মধ্যে অন্তত ১০টি ক্ষেত্রে আমাদের গত বছরের তুলনায় যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু সীমাবদ্ধতার কারনে কিছু ক্ষেত্রে অগ্রগতি যথাযথ হয়নি। এজন্য রাজ্যের স্পেশাল প্যাকেজের প্রয়োজন রয়েছে। মন্ত্রীর অভিযোগ, বাস্তবতা নেই এমন বিষয়ের উপর নির্ভর করে নীতি আয়োগ মূল্যায়ন করেছে। এটা ঠিক নয়। তাঁর দাবি, যে রাজ্যগুলি এগিয়ে যাওয়ার জন্য লড়াই চালাচ্ছে তাদের বিশেষ সহায়তা দেওয়া প্রয়োজন। জাতিগত জনগণনা ইস্যুর পর এনিয়ে দ্বিতীয়বার কেন্দ্রের ভূমিকা নিয়ে কিছুটা প্রশ্ন তুলে দিল বিহার সরকার।