দেওঘর বিমানবন্দরে জোর খাটিয়ে চার্টার্ড বিমান উত্তরণে বাধ্য করা সংক্রান্ত মামলায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও মনোজ তিওয়ারির বিরুদ্ধে ঝাড়খণ্ড পুলিশ মামলা দায়ের করে। এরপর দেওঘরের ডিসির বিরুদ্ধে দিল্লির নর্থ অ্যাভিনিউ পুলিশ স্টেশনে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়। দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনন্ত্রীর বিরুদ্ধে দিল্লির নর্থ অ🥀্যাভিনিউ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
জানা গিয়েছে, পুলিশ কমিশনারের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে দেশদ্রোহিতার মামলা আনা হয়। এর আগে দেওঘরের বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে জোরপূর্বক প্রবেশ করে সেখানে চার্টার্ড বিমান উত্তরণ করতে বাধ্য করার অভিযোগ ওঠে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে। একই অভিযোগ সেদিনের ঘটনায় রয়েছে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে। এরপর নিশিকান্ত দুবে, তাঁর ২ পুত্র ও মনোজ তিওয়ারি সহ ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে ঝাড়খণ্ড পুলিশ। অভিযুক্ত বিজেপি নেতাদের দাবি,তাঁদের কাছে চার্টার্ড বিমানের জন্য এটিসির অনুমোদন ছিল। উল্লেখ্য, দুমকায় এক নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করে দিল্লি ফিরছিলেন সাংসদরা। তখনই ঘটে এই ঘটনা। এই জ🤡েলের 'ফাইভ স্টার' খাবারের মেন্য🅘ু শুনলে চমকে উঠবেন? দেশের কোথায় রয়েছে এমন জেল
এদিকে, দেওঘরের পুলিশ সেই সময় ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে ছিলেন দেওঘরের ডেপুটি কমিশনার। নিশিকান্ত দুবে তাঁর অভিযোগে, প্রশ্ন তোলেন যে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের ভিতর কোন পদাধিকারে একজন পুলিশের ডেপুটﷺি কমিশনার প্রবেশ করতে পারেন? এক টুইট যুদ্ধে ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনন্ত্রীকে প্রশ্ন রে নিশিকান্ত দুবে লেখেন, ‘কার অনুমতিতে এপনি সেখানে প্রবেশ করেছেন সিসিটিভি ফুটেজ দেখতে? আপনি ফ্রাস্ট্রেটেড। শুধু মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করেন।’ যার উত্তরে ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজনন্ত্রী টুইটারে লেখেন, ‘ মাননীয় সাংসদ মহাশয়, …দেওঘর বিমানবন্দরে ডিরেক্টরদের বোর্ডের অন্যতম একজন ডেপুটি কমিশনারও।’