মুসলমান হয়েও শিব মন্দির প্রবেশ করেছেন। সেজন্য কংগ্রেস বিধায়ক ইরফান আনসারিপ বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত্। শুক্রবার এমনটাই বললেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।গত শনিবার দেওঘরের বাবা ধাম শিব মন্দিরে পুজো দেন ইরফান আনসারি। হিন্দু রীতিনীতি মেনে পুজো দেন তিনি। এরই বিরোধিতায় সরব হয়েছেন বিজেপি সাংসদ। নিশিকান্তের কথায়, 'সত্যিই যদি উনি মহাদেবের ভক্ত হন, তাহলে আগে হিন্দু ধর্ম গ্রহণ করুন। তারপর মন্দিরে এসে পুজো দেবেন।'বিজেপি সাংসদ আরও বলেন, ‘হিন্দুদের মক্কায় গিয়ে প্রার্থনা করতে দেওয়া হয়? সেটা যেমন নিষিদ্ধ, একইভাবে বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের গর্ভগৃহে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ।’ 'এটি কোনও রাজনৈতিক বিরোধিতার জন্য বলছি না,' দাবি নিশিকান্ত দুবের। তিনি বলেন, 'হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছেন ইরফান আনসারি।'এই মর্মে নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন বলে জানান নিশিকান্ত। 'ওঁর বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ না করা হলে আমি নিজেই আদালতে যাব,' বলেন নিশিকান্ত। এই মর্মে নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন বলে জানান নিশিকান্ত। 'ওঁর বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ না করা হলে আমি নিজেই আদালতে যাব,' বলেন নিশিকান্ত।'এটি কোনও রাজনৈতিক বিরোধিতার জন্য বলছি না,' দাবি নিশিকান্ত দুবের। তিনি বলেন, 'হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছেন ইরফান আনসারি।'এই মর্মে নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন বলে জানান নিশিকান্ত। 'ওঁর বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ না করা হলে আমি নিজেই আদালতে যাব,' জানান নিশিকান্ত।|#+|অন্যদিকে বিজেপি সাংসদের মন্তব্যেরও পাল্টা প্রতিক্রিয়া দেন ইরফান। কংগ্রেস এমএলএ বলেন, 'এটা শুধু শুধু ধর্মীয় শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা। আমি নিয়মিত বাবা ধাম মন্দিরে যাই, পুজো দিই।' তিনি বলেন, 'আসন্ন নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে জোট সফল হোক। তারপর আমি আবার মহাদেবের পুজো দেব। মহাদেব কারও ব্যক্তিগত সম্পত্তি নন। তিনি সবার জন্যই বিরাজমান।'