দলের নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিল বিজেপি। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেপি নড্ডা। এই আবহে নয়া সভাপতির খোঁজ শুরু করে দিল গেরুয়া শিবির। উল্লেখ্য, এর আগে লোকসভা ভোটের কথা মাথায় রেখে জানুয়ারিতে বিশেষ পরিস্থিতিতে জুন পর্যন্ত সভাপতি পদে মেয়াদ বাড়ানো হয়েছিল নড্ডার। সেই মেয়াদ ফুরিয়ে যেতে চলেছে। এদিকে বিজেপির 'এক ব্যক্তি, এক পদ' নীতিতে সরকারে এলে সংগঠনের পদে তাঁকে রাখা হয় না। এই আবহে দলের নয়া সভাপতি কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছে। এরই সঙ্গে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কেন দল প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি, তা নিয়েও কাটাছেঁড়া শুরু হবে। (আরও পড়ুন: মমতার কাছে 'বকা' খেলেন পুলিশ অফিসার 🦂থেকে সচিবরা, অসন্তোষ এক ম🎃ন্ত্রীকে নিয়েও)
আরও পড়ুন: মণিপুর নিয়ে 💮মোদী সরকারকে 'তোপ' ভাগবতের, RSS প♎্রধানের সুরে তাল ঠুকলেন বিরোধীরা
আরও পড়ুন: বাংলার ৩ 🦋BJP সাংসদ যোগাযোগ রাখছে, বিস্ফোরক দাবি TMC সাংসদে🦂র
এদিকে সম্প্রতি আরএসএস-এর তরফ থেকে কার্যত তোপ দাগা হয়েছে বিজেপিকে। আরএসএস প্রধান মোহন ভাগবত বিজেপির ফলাফল নিয়ে সরাসরি কিছু না বললেও 'সেবকের অহংকার' নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগে মোদী প্রচারের সময় নিজেকে 'প্রধান সেবক' আখ্যা দিয়েছিলেন। এদিকে সম্প্রতি আরএসএস-এর মুখপত্র 'দ্য অর্গনাইজার'-এ দাবি করা হয়, লোকসভা ভোটে আরএসএস-এর কোনও সহযোগিতা চায়নি বিজেপি। এই নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে বিজেপি সভাপতি জেপি নড্ডা এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'দল এখন বড় হয়ে গিয়েছে। তাই আগের মতো আর আরএসএস-এর সাহায্যের প্রয়োজন পড়ে না।' (আরও পড়ুন: ৩ মাসের জন্য প্রায় ১৬ শতাংশ হ🌳ারে ডিএ পাবেন এ😼ই কর্মীরা, জারি হল বিজ্ঞপ্তি)
আরও পড়ুন: ৩ দিনে তৃতীয়বার রক্তাক্ত ভূস্বর্গ, এবার সেনা ঘাঁটিতে হামলা জঙ্গিদের, জখ🐬ম ২ জওয়ান
আরও পড়ুন: নদিয়ায় বাংলাদেশিদের হামলায় গুরুতর জখম BSF জওয়💟ান,✤ চালাচ্ছেন জীবন-মরণ লড়াই
বিজেপির প্রতি আরএসএস-এর এই অসন্তোষ ঘরোয়া বৈঠকেও বারবার আলোচিত হয়েছে গেরুয়া শিবিরে। এই আবহে নয়া সভাপতি বাছাইতে আরএসএস-এর ছাপ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, দলের নয়া সভাপতি হিসেবে কোনও এরএসএস-এর সঙ্গে যোগ থাকা দলিত, মহিলা বা ওবিসি-কে বেছে নেওয়া হতে পারে। এদিকে যেই বিজেপির পরবর্তী সভাপতি হবেন, তাঁর সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে। হরিয়ানা এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হবে কয়েক মাসেই। আবার জম্মু ও কাশ্মীরেও বিধানসভা নির্বাচন হওয়ার কথা সেপ্টেম্বরের মধ্যে। (আরও পড়ুন: রাজ্য সরকারের চুক্𝔉তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে বড় 🐠খবর, গঠিত নয়া কমিটি)
আরও পড়ুন: প্ඣরকাশ্যে 'চিড়', ভোটের ফল নিয়ে BJP-কে ঠুকল RSS! সঙ্ঘের অসন্তোষে ঘটল 'বিস্ফোরণ'
এদিকে কেন বিজেপি এই নির্বাচনে আগের তুলনায় বাজে ফল করল? এই বিষয়ে সঙ্ঘের এক নেতা দাবি করেন, আরএসএস এবং বিজেপি, এই দুই সংগঠনের মধ্যে দুর্বল সমন্বয়, কিছু কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ঐকমত্যের অভাবের কারণেই এই ফল। আরএসএস দলের দৈনন্দিন কাজকর্ম এবং পদাধিকারী নিয়োগের মতো ইস্যুতে হস্তক্ষেপ করে না। তবে নীতিগত পার্থক্য থাকলে🅠 আরএসএস 'পরামর্শ' দিয়ে থাকে বিজেপিকে। তবে এবারের ভোটে নাকি সেই 'পরামর্শ' গ্রহণ করেনি বিজেপি।