রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ♋ উঠেছিল কংগ্রেস নেতা উদিত রাজের বিরুদ্ধে। এবার বৃহস্পতিবার এনিয়েই সরব হলেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা♎।
এদিকে উদিত রাজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে চামচাগিরির অভিযোগ তুলেছিলেন। হিন্দিতে টুইট করে তিনি জানিয়েছিলেন, দ্রৌপদী মুর্মুজির মতো এমন রাষ্ট্রপতি কোনও দেশ পায়নি। চামচিগারির একটা লিমিট থাকে। তিনি বলেছেন, ৭০ শতাংশ মানুষ গুররাতের নুন খান। তাঁর এটা জানা উচিত যখন তিনি 🅷শুধু নুন খেয়ে থাকবেন।
এনিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা শেহজাদ💟 পুনাওয়ালা জানিয়েছেন, প্রꦬথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করা হচ্ছে। কংগ্রেস কি আদিবাসী সমাজ সম্পর্কে এই ধরণের মন্তব্যকে মেনে নেবে?
তিনি টুইট করে লিখেছেন, এর আগে অজয়🦩 কুমার রাষ্ট্রপতিকে খারাপ বলে উল্লেখ করেছি👍লেন। অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন রাষ্ট্রপত্নী। আর এখন কংগ্রেস আরও নীচে নামছে। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন উদিত রাজ।𓆏 কংগ্রেস কি আদিবাসী সমাজের উপর এই 🔯অপমান মানতে পারবে?