মহারাষ্ট্রের অন্ধেরি পূর্বের উপনির্𒁏বাচন ঘিরে টানটান উত্তেজনা। সেখানে আচমকাই প্রার্থী তুলে নিল বিজেপি। এর আগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে দলের প্রতিষ্ঠাতা রাজ ঠাকরে বিজেপির কাছে প্রার্থী তুলে নেওয়ার আর্জি জানান। উল্লেখ্য, উদ্ধব ঠাকরে ক্যাম্পের বিধায়ক রমেশ লটকের প্রয়াণের পর সেই জায়গায় উপনির্বাচন আয়োজিত হচ্ছে। রমেশের স্ত্রী ঋতুজা অন্ধেরি পূর্ব💛ের উপনির্বাচনে উদ্ধব ঠাকরের পক্ষের প্রার্থী।
মহারাষ্ট্রের বিজেপি প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, তাঁদের সিদ্ধান্ত মারাঠা রাজনীতির ঐতিহ্য মেনে নেওয়া হয়েছে। যখন কোনও বিধায়কের প্রয়াণে তাঁর আত্মীয় সেখানে প্রার্থী হন, তখন তাঁর বিরোধিতায় অন্য পার্টি প্রার্থী দেয় না। ফলে অন্ধেরি পূর্বের উপনির্বাচনে বিজেপির প্রার্থী মুরজি প্যাটেল তাঁর প্রার্থী পদ তুলে নেবেনꦐ বলেও জানিয়েছেন বিজেপির মহারাষ্ট্র প্রধান।
উল্লেখ্য, এই উপনির্বাচনকে অনেকেই মহারাষ্ট্রের রাজনৈতিক আঙিনায় রাজনৈতিক শক্তির লিটমাস টেস্ট বলে মনে 🌠করছিল। সদ্য যেখানে বিভক্ত শিবসেনার একনাথ পন্থীদের সঙ্গে বিজেপি সরকার গড়েছে, এবং উদ্ধব শিবিরকে মসনদচ্যূত করেছে, সেখানে বিজেপির এই সিদ্ধান্ত মারাঠা রাজনীতিতে একনাথপন্থীদের কোনও পরোক্ষ বার্তা কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। উল্লেখ্য, মহারাষ্ট্রে সরকার গড়ার সময় মুখ্যমন্ত্রী পদে বিজেপির দেবেন꧋্দ্র ফড়নবীশ নাকি বিক্ষুব্ধ শিবসেনার একনাথ শিণ্ডে বসবেন , তা নিয়ে ছিল জোর চর্চা। তার কয়েক মাস পরে মাহারাষ্ট্র বিজেপি এমন সিদ্ধান্ত নেওয়ার পর তা বেশ প্রাসঙ্গিক হয়ে গেল।
প্রসঙ্গত, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার একাংশ এই অন্ধেরি পূর্বের আসনটিকে কার্যত🍨 পাখির চোখ করে রেখেছিল। যাতে কোনও মতেই তাঁদের প্রার্থীদের মনোনয়ন বাতিল না হয়, তার জন্য ঋতুজা লটকে ছাড়াও বিএমসির এক শিবসেনা কাউন্সিলারকেও প্রার্থী হিসাবে তুলে ধরে তারা। তবে এই কেন্দ্রে বিজেপির পক্ষে পাল্লা ভারী বলে মনে করা হচ্ছিল। সেই জায়গা থেকে বিজেপির এমন পদক্ষেপে ঘিরে জল্পনা চরমে।