অবিনাশ কুমারআচমকাই বিস্ফোরণের শব্দ। মিটিং করছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তারই কাছাকাছি এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। এদিকে কিছুদিন আগেই বখতিয়ারপুরে এক যুবক মুখ্য়মন্ত্রীর উপর হামলার চালানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ। তার সপ্তাহ খানেকের মধ্যেই এবার বিস্ফোরণ। তবে পুলিশ ইতিমধ্য়েই এই ঘটনায় এক যুবককে পাকড়াও করেছে। তবে এই বিস্ফোরণের ঘটনায় কারোর জখম হওয়ার খবর নেই। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, স্টেজের ঠিক পেছন দিকেই বিস্ফোরণ হয়। এদিকে তার থেকে মাত্র ২০ ফুট দূরত্বে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগপত্র নিচ্ছিলেন।প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী প্রথমে পাওয়াপুরী এলাকায় যান। এরপর শিলাও গান্ধী হাই স্কুলে তিনি যান। সেখানে তিনি বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন। তখনই আচমকা স্টেজের পেছন দিকে একটি আওয়াজ পাওয়া যায়। পুলিশের একাংশের দাবি, মনে হয় কোনও বাজি ফাটানো হয়েছিল। এদিকে এই ঘটনায় ২২ বছর বয়সী শুভম আদিত্য নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তাকেই বোমটি ছুঁড়তে দেখা গিয়েছিল। ধৃত যুবককে জেরা করা হচ্ছে। ফরেনসিক টিম ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখছে। এদিকে সূত্রের খবর শুভম জাতীয় ইস্যু তুলতে চাইছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তা শুনতে চাননি। পুলিশের দাবি, কীভাবে ওই যুবক মঞ্চের কাছাকাছি চলে এসেছিল তা নিয়ে তদন্ত হচ্ছে।