ওয়ার্ক আউট করার ফাঁকে খেতে গিয়ে ঘটল বিপত্তি। গলায় রুটির টুকরো আটকে মৃত্যু হল এক বডিবিল্ডারের। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। মৃত বডিবিল্ডারের নাম এম হরিহরণ। একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২১ বছরের ওই বডিবিল্ডার অনুশীলন করছিলেন। সেই সময় রুটি খেতে গিয়ে তাঁরা গলায় আটকে যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।🌳 যুবকের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
🉐পুলিশ সূত্রে জানা গিয়ে♓ছে, ওই যুবক তামিলনাড়ুর সালেম জেলার বাসিন্দা। ৭০ কেজি বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ওই যুবক-সহ আরও কয়েকজন অনুশী💃লন করছিলেন। এর জন্য সমস্ত প্রতিযোগী একটি বিয়েবাড়ির হলে থাকছিলেন। সেখানে তাঁরা অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুশীলনের ফাঁকে সন্ধ্যাবেলায় রুটি খেতে বসেছিলেন হরিহরণ। সেই সময় তাঁর গলায় রুটির টুকরো আটকে যায়। এর ফলে শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করে ওই যুবক। তড়িঘড়ি অন্যান্য প্রতিযোগিরা এগিয়ে এসে তাঁর প্রাথমিক চিকিৎসা করতে শুরু করেন। এর পরে হরিহরণকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, জিম বা ওয়ার্ক আউট করতে গিয়ে এরকম একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দিন ক🐼য়েক আগে হায়দরাবাদে জিম করতে গিয়ে মৃত্যু হয়েছিল এক পুলিশ কনস্টেবলের। জিমে ওয়ার্ক আউট করার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মৃত কনস্টেবলের নাম বিশাল। তিনি হায়দরাবাদের বাওয়েনপল্লির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ বছর বয়সি ওই পুলিশ কনস্টেবল প্রতিদিন বাওয়েনপল্লি এলাকায় একটি জিমে ব্যায়াম করতেন। এছাড়াও গত বছর জিম করতে গিয়ে মৃত্যু হয়েছিল কলকাতার বাঁশদ্রোণীর এক যুবতীর। ঋত্বিকা দাস নামে ওই যুবতী বাঁশদ্রোণীর নিরঞ্জন পল্লীর বাসিন্দা। নেতাজি নগর মহিলা কলেজে তৃতীয় বর্ষের ওই ছাত্রী কয়েক মাস ধরেই জিমে যাচ্ছিলেন। এছাড়াও, গত বছর জিম করতে গিয়ে মৃত্যু হয় ভারতীয় অভিনেতা সিদ্ধান্ত সূর্যবংশীর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়𝕴। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup