পরপর বিমান এবং ট্রেনে বোমাতঙ্ক। গতকাল গভীর রাত থেকে শুরু হয়েছে এই ধরনের হুমকি বার্তা আসা। সর্বপ্রথম এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। মুম্বই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে উড়েছিল এয়ার ইন্ডিয়ার উড়ানটি। তবে আকাশে ওড়ার পরই ফের সেটি মুখ ঘুরিয়ে নেয়। তড়িঘড়ি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। রিপোর্ট অনুযায়ী, বিমানটিকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই হুমকির জেরেই বিমানটি দিল্লিতে জরুরি অবতরণ করানো হয়। দিল্লিতে অবতরণের পরে যাবতীয় নিয়মকানুন মেনে বিমানটির তল্লাশি চালানো হচ্ছে। এদিকে যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ। এদিকে শুধু এয়ার ইন্ডিয়ার এই উড়ানেই নয়, বরং মুম্বই-মাস্কট উন্ডিগোর উড়ান, মুম্বই-হাওড়া মেলেও একইরকম হুমকি মিলেছে। (আরও পড়ুন: মণ্ডপে মারামারি পুলিশেরꦍ ২ ভলান্টিয়ারের, ‘বিশেষ ভাষা গোষ্ঠীকে’ দোষ TMCPܫ নেতার)
আরও পড়ুন: গৌরী লঙ্কেশ খুনের ২ অভিযুক্তকে মালা🎃 পরিয়ে বরণ, ভ𓆏াইরাল অভ্যর্থনার মুহূর্ত
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিপাকে সন্দীপ ঘোষ, সামনে চাঞ্চল্যকর তথ্য, 🐷নাম জড়াল আরও অনেকের
রিপোর্ট অনুযায়ী, রবিবার গভীর রাত ২টো নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাওয়ার জন্যে আকাশে উড়েছিল এয়ার ইন্ডিয়া এআই১১৯ উড়ানটি। কিন্তু কিছুক্ষণ পরই নিরাপত্তা সংক্রান্ত সতর্ক বার্তা পায় বিমানটি। তাতে জানানো হয়, বোমা হামলা হতে পারে ওই বিমানের ওপর। আর এরপরই সঙ্গে সঙ্গে ডিজিসিআই-এর নির্দেশ মেনে বিমানটির রুট ঘুরিয়ে দেওয়া হয় দিল্লির দিকে। দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। এরপর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয় সেই বিমান থেকে। বিমানটিতে শুরু হয় তল্লাশি। (আরও পড়ুন: দুর্গা প্র𝓀তিমা ভাসানের সময় সাম্প্রদায়িক হিংসা, গুলিতে নিহত এ📖ক, সাসপেন্ড ২ পুলিশ)
আরও পড়ুন: আজ সাগরে তৈরি হবে নিম্নচাপ, লক্ষ্মীপুজো থেকে ফের ট♋ানা বৃষ্টি নামবে দক💫্ষিণবঙ্গে
এই নিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, নিরাপত্তাজনিত সমস্ত ব্যবস্থা খুব ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই হুমকি দিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে এই ঘটনার বিষয়ে বলা হয়, যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধার কারণে কর্তৃপক্ষ দুঃখিত। সমস্যা এড়াতে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। (আরও পড়ুন: 'সবকটি পাঁড় মাতাল একসাথে আমরণ অনশন করছে', ๊ডাক্তারদের নিয়ꦐে বিস্ফোরক TMC নেতা)
আরও পড়ুন: কথা কাটাকাটি থেকে গালাগা𓃲লি, এরপর রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীকে মারধর BJP সাংসদের!
এদিকে সোমবার মুম্বই-মাস্কট꧃ের জন্যে নির্দিষ্ট থাকা এক বিমানেও বোমাতঙ্ক দেখা দেয়। সেই উড়ানটি ছিল ইন্ডিগোর ৬ই১২৭৫। এই আবহে ইন্ডিগোর বিমানটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে সেটির চিরুনি তল্লাশি চালানো হয়। তবে কোনও বিস্ফোরক মেলেনি বিমানে। মুম্বই-হাওড়া মেলেও একইরকম হুমকি মিলেছে। সঙ্গে সঙ্গে জলগাঁওয়ের কাছে ট্রেনটি দাঁড় করিয়ে দেওয়া হয়। সেই ট্রেনে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও প💦র্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি সেই ট্রেন থেকে।