উত্তরবঙ্গের সিতাইয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সন্ন্যাসীকে গালাগালি এবং মারধরের অভিযোগ উঠল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে। এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, হেনস্থার শিকার সন্ন্যাসীর নাম বিজ্ঞদানন্দ তীর্থনাথ মহারাজ। গতকাল বিকেলের এই ঘটনা জানাজানি হয় সন্ধ্যা নাগাদ। এরপর স্থানীয় এলাকাবাসীরা অনন্ত মহারাজের বিরুদ্ধে পথ অবরোধ করেন। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদে বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার হয়নি রাত পর্যন্ত। এদিকে সাংসদের এহেন আচরণ কোনও ভাবে সমর্থন করছে না তাঁর দল বিজেপি। এই নিয়ে দলের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন জেলা সভাপতি সুকুমার রায়। তিনি জানিয়েছেন, হেনস্থার শিকার সন্ন্যাসীর পাশে আছে দল। (আরও পড়ুন: 'সবকটি পাঁড় মাতাল🌜 একসাথে আমরণ অনশন করছে', ডাক্তারদের নিয়ে বিস্ফোরক TMC নেতা)
ঠিক কী হয়েছিল সিতাইয়ের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে? কেন একজন সন্ন্যাসীকে মারধর, হেনস্থা করেন অনন্ত মহারাজ? দাবি করা হচ্ছে, রবিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ আশ্রমে গিয়েছিলেন অনন্ত মহার🌳াজ। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন এলাকারই দুই বাসিন্দা। তখন আশ্রমে ছিলেন বিজ্ঞদানন্দ তীর্থনাথ মহারাজ। সন্ন্যাসীর সঙ্গে কথা বলতে বলতে মতবিরোধ হয় অনন্তের। এই আবহে কথা কাটাকাটি থেকে সেই সন্ন্যাসীকে গালাগালি শুর༺ু করেন অনন্ত। এরপরই নাকি রাগের মাথায় সন্ন্যাসীর গায়ে হাত তুলেছিলেন অনন্ত মহারাজ। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই রাস্তায় নামেন গ্রামবাসীরা। অবরোধ করা হয় রাজ্য সড়ক। অনন্তের শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা। আশ্রমের পড়ুয়া এবং অন্যান্য আবাসিকরাও একই দাবি তুলেছেন।
এই আবহে গ্রামবাসীদের বক্তব্য, অনন্ত এখানে 'বহিরাগত'। স্থানীয়রা বিজ্ঞদানন্দ মহারাজের প্রশংসা করেন। এই আবহে প্রশ্ন ওঠে, কেন আশ্রমে ঢুকে একজন সাংসদ সন্ন্যাসীকে হেনস্থা করবেন? এই আবহে অনন্তকে আশ্রমে ফিরে এসে সন্ন্যাসীর পা ধরে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন সাধারণ মানুষ। এদিকে এই ঘটনায় মুখ খুলেছেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তিনি বলেন, 'এই ঘটনা কখনও মেনে নেওয়া যায় না। এটা খুবই দুঃখজনক একটি ঘটনা। অনন্ত মহারাজ একজন ভণ্𝔍ড তাঁর কোনও জনসমর্থন নেই।' এদিকে এই ঘটনায় দায় ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় এই ঘটনাকে অনন্তের ব্যক্তিগত বিষয় বলে আখ্যা দিয়েছেন। তাঁর সাফ কথা, 'বিজেপি কোনও অন্যায়কে সমর্থন করে না। আমরা আশ্রমের মহারাজের সঙ্গে আছি। অনন্ত মহারাজ যা করেছেন অন্যায় করেছেন।' যদিও এই গোটা বিষয় নিয়ে অনন্ত এখনও সংবাদমাদমাধ্যমে মুখ খোলেননি।