মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পেয়েছেন অন্নপূর্ণা দেবী। তাঁর রাজনৈতিক কেরিয়ারে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় জনতা দলের ঝাড়খণ্ড শাখার সভাপতির পদ ছেড়ে তিনি বিজেপিতে এসেছিলেন। এরপর কোডার্মা আসন থেকে ভোটে লড়়ার ছাড়পত্র পেয়ে যান তিনি। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডিকে প্রায় সাড়়ে ৪লক্ষ ভোটে হারিয়ে তিনি সাংসদ হয়ে যান। পরবর্তী সময় ঝাড়খণ্ড বিজেপির সহ সভাপতি পদেও বসেছিলেন তিনি। এদিকে অর্জুন মুন্ডার পর তিনিই ঝাড়খণ্ড থেকে দ্বিতীয় লোকসভার সদস্য যিনি কেন্দ্রীয় মন্ত্রী হলেন। ঝাড়খণ্ড থেকে রাজ্য সভার সদস্য মুখতার আব্বাস নাকবিও অবশ্য কেন্দ্রীয় মন্ত্রী। এদিকে অন্নপূর্ণদেবী কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে ঝাড়খণ্ডে আরজেডির মুখপাত্র মনোজ কুমার বলেন, ‘মোদী সরকারের মন্ত্রী হওয়ার জন্য তাঁকে অভিনন্দন। তবে একথা বলাই যায় তাঁর রাজনৈতিক বিকাশ সবটাই আরজেডিতে থাকাকালীন হয়েছিল। ভবিষ্যতে তাঁর আরও উন্নতি হোক।’ দুমকার আদিবাসী অধ্যুষিত এলাকায় তিনি বড় হয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে বাংলাভাষী পরিবারে তাঁর জন্ম হয়েছিল। স্কুলের পর তিনি রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চশিক্ষা লাভ করেন। আরজেডির বিধায়ক রমেশ যাদবের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু স্বামীর অকাল মৃত্যুর পর তিনি রাজনীতির ময়দানে আসেন। অবিভক্ত বিহারে রাবরী দেবীর মন্ত্রিসভায় ১৯৯৮ সালে তিনি মন্ত্রীও হয়েছিলেন। ইতিমধ্যেই অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি প্রমুখ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।