দশাদশ চেহারার বাউন্সার। পরনে কালো পোশাক। সুঠাম চেহারা। আর সেই বাউন্সাররাই গুরুগ্রামের একটি পাবের বাইরে ঝাঁপিয়ে পড়ল দম্পতির উপর। ঘটনার ভয়াবহ ছবি। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কয়েকজন বাউন্সার একেবারে সদলবলে এক দম্পতির উপর ঝাঁপিয়ে পড়েছেন। বেধড়ক মারধর করা হচ্ছে তাঁদের। তাদের এই মারের হাত থেকে রেহাই পাননি মহিলারাও।মিলেনিয়াম সিটির এই ঘটনার বিষয়টি প্রকাশ্য়ে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, এটি গত ৭ অগস্টের ঘটনা। ওই মহিলার অভিযোগ তাঁকে শ্লীলতাহানিও করা হয়েছে। বাউন্সাররা তাঁদের রীতিমতো লাথি, ঘুষি, চড় মেরেছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে খবর, নয়ডা সিটিতে হাই প্রোফাইল একটি ক্লাবে গিয়েছিলেন তাঁরা। সেখানেই কোনও একটি বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা বাঁধে। এরপরই বাউন্সাররা তাদের উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে। এই ভিডিয়ো দেখে শিউরে উঠছেন অনেকেই। সূত্রের খবর, কাজা ডানজা ক্লাবে অতিথি ও এক বাউন্সারের মধ্যে তর্ক হচ্ছিল। প্রায় মিনিট ১৫ ধরে তাদের তর্ক চলছিল। এরপরই বাউন্সাররা দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে।কেন এতজন বাউন্সার এভাবে দুজনের উপর ঝাঁপিয়ে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠছে। এভাবে বাউন্সারদের কোনও ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়াটা যুক্তিসংগত? ওই ব্য়ক্তি যদি কোনও অপরাধ করে থাকে তবে এভাবে কি বাউন্সাররা তাদের হাতে আইন তুলে নিতে পারেন? এই প্রশ্নগুলোও এবার উঠতে শুরু করেছে।