গত মাসে ২% গড় পতনের পরে ফেব্রুয়ারির প্রথম দিনে সোনার দামে সদর্থক গতি দেখা গেল। সোমবার এমসিএক্স সূচকে ০.৫% উত্থানের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৯.৫৬৬ টাকা। এমসিএক্স সূচকে এ দিন ৬% উত্থানের ফলে রুপোর দাম প্রতি কেজিতে যাচ্ছে ৭৪,০০০ টাকা। গত জানুয়ারি মাসে সূচকে দরের লাগাতার ওঠাপড়ার কারণে সামগ্রিক ভাবে সোনার দাম প্রতি ১০ গ্রামে ২% বা ১,০০০ টাকা নামতে দেখা গিয়েছে।আন্তর্জাতিক বাজারে এ দিন স্পট গোল্ড সূচকে ০.৩% উত্থানের জেরে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৫২.৩৫ ডলার এবং রুপোর দর ৭.৪% চড়ার ফলে প্রতি আউন্সের দাম যাচ্ছে ২৮.৯৮ ডলার। সোমবার থেকে ভারত সরকারের সভরেন গোল্ড বন্ড প্রকল্প ২০২০-২১ নবম কিস্তি বাজারে ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক। ইস্যু বন্ধ হচ্ছে ৫ ফেব্রুয়ারি। ইস্যুপ্রতি দাম রাখা হয়েছে প্রতি গ্রাম সোনার হিসাবে ৪,৯১২ টাকা। অনলাইন সাবস্ক্রিপশন ও ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইস্যুপ্রতি ৫০ টাকা ছাড়ের ব্যবস্থাও আছে। জিওজিৎ ফাইন্যানশিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২১ সালে লাগাতার অনিশ্চয়তা ও চাহিদাগত বিনিয়োগের হারে বৃদ্ধির কারণে সোনার দাম স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সুদের হার তলানিতে ঠেকায় সোনায় বিনিয়োগের হার বৃদ্ধি পেতে পারে। তবে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হলে সোনায় বিনিয়োগের হার কমতে থাকবে। আবার নিরাপদ সম্পদ হিসাবে সোনার প্রতি লগ্নিকারীদের পুরনো আস্থা ফিরতে পারে।’এ দিন সংসদে ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একদিকে যেমন কাস্টমস ডিউটি সাড়ে বারো শতাংশ থেকে সাড়ে সাত শতাংশ করা হয়েছে, অন্যদিকে আবার আড়াই শতাংশ কৃষি সেস বসিয়েছে কেন্দ্র। এ ছাড়া, আমেরিকায় জো বাইডেন সরকার কোভিড পরিস্থিতি মোকাবিলায় কী সংস্কারমূলক পদক্ষেপ করে, সে দিকেও লক্ষ্য রাখছেন লগ্নিকারীরা। মার্কিন সেনেটে ইতিমধ্যে ৬০০ বিলিয়ন ডলার বিকল্প আর্থিক সংস্কার প্যাকেজের প্রস্তাব দিয়ে রেখেছেন রিপাবলিকানরা।