নয়া সংসদ ভবনে অধিবেশনের প্রতীক্ষা এ💖খনই শেষ হচ্ছে না। যাবতীয় জল্পনা উꦺড়িয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়ে দিলেন, বর্তমান সংসদের ভবনেই বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার রাত ১০ টার পর টুইটারে হি♉ন্দি এবং ইংরেজিতে সংসদের নিম্নকক্ষ লোকসভার স্পিকার বলেন, 'নয়া সংসদ ভবনের নির্মাণ কাজ এখনও চলছে। বাজেট সেশনের সময় বর্তমান সংসদ ভবনে দুই কক্ষের সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় রাষ্ট্রপতি (দ্রৌপদী মুর্মু)।'
আরও পড়ুন: New Parliament Building images: অবশেষে দরজা খু♓লছে নতুন সংসদ ভবনের, দেখে নিন ভিতরের চমকপ্রদ ছবি
এমন সময় লোকসভার স্পিকার সেই মন্তব্য করেছেন, যখন জল্পনা চলছিল যে নয়া সংসদ ভবনেই এবারের বাজেট অধিবেশন হবে। লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তাও নয়া সংসদ ভবনে হবে বলে জল্পনা 🅘শুরু হয়েছিল। যে বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ জানুয়ারি থেকে। প্রথম দফায় চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর ফের আগামী ১৩ মার্চ থেকে দ্বিতীয় দফার অধিবেশন শুরু হবে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত সেইཧ অধিবেশন চলবে।
একনজরে ভারতের নয়া সংসদ ভবন
সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নয়া সংসদ ভবন গড়ে উঠছে। রাষ্ট্রপতি ভবনꦿ থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিলোমিটারের সংস্কার করা হচ্ছে। তৈরি হচ্ছে নয়া সচিবালয়, প্রধানমন্ত্রীর নয়া বাসভবন ও কার্যালয়, উপ-র🔯াষ্ট্রপতির এনক্লেভের মতো একাধিক গুরুত্বপূর্ণ ভবন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )