আরও বাড়ানো হবে বিমানবন্দরের সংখ্যা। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা করেছেন। অর্থাৎ ১৪৯টি বিমানবন্দর গড়ে তোলা হবে। সেইসঙ্গে অর্থমন্ত্রী জ𒊎ানিয়েছেন, বিমান রুটের সংখ্যা বাড়িয়ে ৫১৭ করা হবে। সীতারামন বলেছেন যে এবার ভারতীয় উড়ান সংস্থাগুলি ১,০০০ টিরও বেশি বিমানের বরাত দিয়েছে। যা রেকর্ড।
২০২৩ সালের বাজেটে অসামরিক বিমান পরিবহণের পরিকাঠামো আরও মজবুত করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিল। পরিকাঠামো উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছিল। বিমানবন্দরের আধুনিকীকরণের জন্য বরাদ্দ করা হয়েছিল মোটা অঙ্কের অর্থ। মূলত যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে এব𒁏ং দেশের বিভিন্ন প্রান্তে উড়ান পরিষ🐈েবা শুরু করার জন্য সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
লক্ষ্মীবারে বাজেট পেশ, আম জনতার লক্ষ্মীলাভ হল? আয়কর নিয়ে কী বলল꧅েন নির্মলা
উড়ান প্রকল্পের আওতায় ৫০টিরও বেশি নয়া বিমানবন্দর তৈরির পদক্ষেপ করা হয়েছিল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের জন্য ৩,১১৩.৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেইসঙ্গে দেশের মধ্যেই বিমানের বিভিন্ন সরঞ্জাম তৈরির উপর জোর দেওয়া হয়েছিল। তাতে একদিকে যেমন রফতানি কমিয়ে আনা যাবে, তেমনই বাড়বে কর্মসংস্থানের সুযোগ। উল্লেখ্য, ২০২৪⛦ সালে ꦅভোটের আগে এই অন্তর্বর্তী বাজেটে আরও আর্থিক সহায়তার প্রত্যাশা করা হয়েছিল।