বাড়িতেই বসে অনলাইনে ভারতীয় ✤নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সোমবার সন্ধ্যায় নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হওয়ার পরে সেজন্য একটি পোর্টালও চালু করল কেন্দ্রীয় সরকার। যে পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কীভাবে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে, কী কী নথি লাগবে, কত টাকা লাগবে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য দেখে নিন। সেই প্রক্রিয়া ধাপে-ধাপে দেখে নিন আপনিও।
ভারতীয় নাগরিকত্বের জন্য কীভাবে আবেদন করতে হবে?
১) ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য ভারত সরকার যে ও😼য়েবসাইট তৈরি করেছে, সেই -তে যেতে 🍷হবে।
২) হোমপেজেই ‘INDIAN CITIZENSHIP ONLINE FORMS’-র নীচে একাধিক অপশন আছে। আপনি যে ক্যাটেগরিতে আবেদন করতে চাইছেন, তাতে ক্লিক করতে হবে। ধরা যাক - ‘Registration As a Citizen of India Under Section 5(1)(a) of the Citizenship Act, 1955 Made by a person of Indian Origin’ ক্যাটেগরিতে আবেদন করত𒊎ে চান, তাহলে ওই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে, পাসপোর্ট🌠 সংক্রান্ত তথ্য পড়ে নিতে হবে। তারপর 'Apply Online'-এ ক্লিক করতে হবে আবেদনকারীদের।
৪) একটি নতুন পেজ খুলে যা⛄বে। সেই পেজের শুরুতেই একটি ‘Temporary Application Id’ থাকবে (ধরা যাক- 021111202420036LPZM1)। সেট🐎া লিখতে হবে। তারপর যাবতীয় তথ্য পূরণ করতে হবে আবেদনকারীদের। অনেক কিছু তথ্য দিতে হবে। ক্লিক করতে হবে ‘Save and Next’ বাটনে। এভাবেই একে-একে ঠিকানা, পরিবার, অপরাধ সংক্রান্ত ইতিহাস তথ্য দিতে হবে।
৫) তারপর আসবে 'Photo/Documents'-র জায়গা। সেখানে নিজের ও নথির ছবি আপলোড করতে হবে। 'আপলোড ফোটো' অপশনে গিয়ে আবেদনকারীর ছবি আপলোড করতে হবে। আপনি যে যে তথ্য দিয়েছেন, তা সঠিক হয়েছে কিনা, সেটা দেখার জন্য ‘View Application’-তে ক্লিক করতে হবে আবেদনক♌ারীদের। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে ‘FINAL SUBMIT TO THE MINISTRY’ বাটনে ক্লিক করতে হবে। যে প্রক্রিয়ার পরে আবেদনপত্রে কোনও ভুল থাকলেও আর সংশোধন করা যাবে না।
আরও পড়ুন: CAA Application Fees: ১০০ টাকায় নাগরিকত্ব! আবেদন করবেন ক🐎োথায়? আর কত খরচ? না জানলে বড় মিস
৬) ‘FINAL SUBMIT TO THE MINISTRY’ বাটনে ক্লিক করার পরে একটি 'MHA Fi🔥le Number' (কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফাইল নম্বর) জেনারেট হবে। সেই নম্বর রেখে দিতে হবে আবেদনকারীদের। যে 'ডায়লগ বক্𝔍সে' ওই নম্বর দেখাবে, তা 'Close' করে নথি আপলোড করতে হবে। স্ক্যান করা পিডিএফ নথি লাগবে। সেই নথি আপলোড হয়ে যাওয়ার পরে ‘Print Application’ বাটনটা কার্যকর হবে। তারপর প্রিন্ট-আউট করে রেখে দিতে হবে নিজের আবেদনপত্র।
৭) এবার 'Online Payment'-র ট্যাবে যেতে হবে। সেখানে আবেদনকারীর নাম, ফর্ম, টাকা, MHA ফাইল নম্বর থাকবে। নীচেই 'Payment Gateway'-র 'Payment' আছে। তাতে ক্লিক করতে হবে। অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাꦗঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন। টাকা দেওয়ার প্রক্রিয়া সফল হলে একটি রশিদ মিলবে। সেটা নিজের কাছে রেখে দিতে হবে।
৮) অনলাইনে যে আবেদনপত্রꦬ জমা দিয়েছেন এবং সেটার স্বপক্ষে বিভিন্ন নথি জমা 𓃲দিতে হবে জেলাশাসক বা ডেপুটি কমিশনারের অফিসে।
৯) যদি নাগরিকত্বের আবেদন গৃহীত হয়, তাহলে আবেদনপত্রে দেওয়া ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে। সেইসঙ্গে রেজিস্টার্𝓰ড ইমেল আইডি ও 🃏মোবাইল নম্বরে পাঠানো হবে বার্তা।
১০) সেই চিঠি পাওয়ার পরে indiancitizenshiponline.nic.in-তে গিয়ে নিজᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের ক্যাটেগরি🎐 অনুযায়ী 'Form X' বা 'Form XI' বা 'Form XII' পূরণ করতে হবে এবং জেলাশাসকের অফিসে সব অরিজিনাল কপি জমা দিতে হবে। আবেদনকারীদের ক্লিক করতে হবে ‘Apply Form X/XII’ বাটনে।
১১) তারপর আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ‘Modify/Print Form X/XII’ বাটনে ক্লিক করতে হবে তাঁদের। রেজিস্টার্ড ইমেল আইডিতে ওটিপি আসবে। সেটা 'Submit and Continue'-তে ক্লিক ⛄করতে 🦋হবে।
১২) একটি নয়া পেজ খুলে যা🤡বে। সেখান যাবতীয় তথ্য পূরণ করে ‘Save and Next’ বাটনে ক্লিক করতে হবে।
১৩) এবার আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড করার পরে ফর্ম জমা দেওয়ার জন্য ‘Form X Final submit to the Ministry’-তে ক্লিক করতে হবে প্র𝔉ার্থীদের। ‘Close’ বাটনে ক্লিক করতে হবে এবং অনলাইন ফি জমা দিতে হবে।
১৪) অনলাইনে টাকা দেওযার পর🌠ে পূরণ করা ফর্মটা নিয়ে গিয়ে জেলাশাসকের অফিসে জমা দিতে হবে আবে♛দনকারীদের। সঙ্গে অরিজিনাল সার্টিফিকেট, টাকা দেওয়ার রশিদ, ছবি, স্বাক্ষর-সহ যাবতীয় নথি নিয়ে যেতে হবে।
🗹১৫) যদ𓃲ি নাগরিকত্বের আবেদন গৃহীত হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা জেলাশাসকের কাছে তাঁর নাগরিকত্বের শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: CAA Notification: দেশজুড়ে কার্📖যকর করা হল সিএএ, বিজ্ঞপ্তি জারি করল কেন্꧟দ্র, কবে থেকে আবেদন?