বাংলাদেশে বিদেশি চ্যানেল দেখ⛎ানো বন্ধ রেখেছেন কেবল অপারেটররা৷ সরকারের উপর চাপ সৃষ্টꦓি করতে নাকি আইনের প্রতি শ্রদ্ধা থেকে তাঁরা এটা করছেন?
দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? সাধারণ দর্শকরা কি টেলিভিশন থেকে ম🤪ুখ ফিরিয়ে নেবেন? এসব বিষয় নিয়ে ডয়চে ভেলের সঙ্গে খোলামেলা কথা বলেছেন কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের প্রতি♉ষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ৷
ডয়চে ভেলে: সরকার তো আগেই আইন করেছে, এতদিনেও কেন আপনারা প্রস্তুতি নেননি?
এস এম আনোয়ার পারভেজ : প্রথমেই বিষয়টি পরিষ্কার করি, ক্লিন ফিড প্রদান কেবল অপারেটরদের কাজ না৷ কেবল অপারেটরের কাজ হল, সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যা🌟ল গ্রহণ করবে এবং বিনা বাধায় গ্রাহক পর্যায়ে পৌঁছে দেবে৷ এর প্রথম দায়টা হল ব্রডকাস্টারের উপরে৷ আর দ্বিতীয় দায়টা হল, ব্রডকাস্টারদের নিয়োজিত স্থানীয় পরিবেশকদের৷ এখানে কেবল অপারেটরদের ক্লিন ফিডের ব্যাপারে দায় একেবারেই নেই৷
কেন আপনাদের দায় নেই?
যেহেতু আমরা ক্লিন ফিড প✤াইনি, সেই কারণে আমরা বিদেশি চ্য⛄ানেল সম্প্রচার থেকে বিরত রয়েছি৷
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার না হলে দেশের কতটা লাভ হবে?
এটার সঙ্গে সংশ্লিষ্ট যাঁরা, তাঁরা হয়ত বলতে পারবে৷ কিছুটা লাভ তো হবেই৷ আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশি দর্শকদের টার্গেট করে যে বিজ্ঞাপন দেয় সেগুলো 🐭হয়ত দেশে ফেরত আসবে৷
এর ফলে দেশের টিভি চ্যানেলগুলিতে কি বিজ্ঞাপন বাড়বে? দর্শক সংখ্যাও কি বাড়বে?
এটা বলা মুশকিল৷ বর্তমান প্রযুক্তির যুগে আপনি কিন্তু শুধু টেলিভিশন নির্ভর নয়৷ এখন কিন্তু অনেক মাধ্যম রয়েছে৷ দর্শকরা এখন হয়ত সেই মাধ্যমে সুইচ করবেন৷ আমরা দর্শক হারাব৷ এক সময় হয়ত দেখা যাবে, এই সেক্টরটাই বস𝐆ে গিয়েছে৷
ইউটিউব-সহ ജসোশ্যাল মিডিয়ায় এখন বিদেশি চ্যানেলের প্রোগ্রামগুলি ইন্টারনেটꦑ ব্যবহার করে সবাই দেখছেন৷ আপনারা চ্যানেলগুলি বন্ধ রাখায় কী প্রভাব পড়ছে?
অবশ্যই আমাদের দর্শক কমবে৷ আমাদের যে অবকাঠামোগত ব্যয়, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, রক্ষণাবেক্ষণ-সহ সবকিছ💧ু মিলিয়ে আমরা যদি দর্শক হারাই, তাহলে তো গ্রাহক কমে যাবে৷ সেই ক্ষেত্রে আমাদের টিকে থাকায় মুশকিল হয়ে যাবে৷
এখন তাহলে আপনারা কী ভাবছেন?
আমরা ভাবছি, এতদিনে তিলে তিলে এই সেক্টরটা আমরা তৈরি করেছি৷ দেশি চ্যানেলগুলো তো আমরাই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি৷ বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনহীন চলুক সেটা আমরাই চাই৷ যদিও এর আগে সরকার সময় দিয়েছে৷ কিন্তু সেদিকে হয়ত ব্রডকাস্টার বা পরিবেশকেরা খুব একটা গুরুত্ব দেয়নি৷ এবার যেহেতু আমরা প্রচার থেকে বিরত রয়েছি, ফলে এখন যদি যৌক্তিক একটা সময় দেওয়া হয় সবার সঙ্গে কথা বলে সেভাবে একটা শেষ চেষ্টা করা যেতে পারে৷ যদ🦩িও বিষ🐻য়টা এখন তথ্যমন্ত্রীর উপরই নির্ভর করছে৷ আইন ভঙ্গ করে আমরা ব্যবসা পরিচালনা করব না৷
আপনারা কি ব্রডকাস্টারদের সঙ্গে যোগাযোগ করেছেন?
না, আমরা যোগাযোগ করিনি৷ কিন্তু স্থানীয় পরিবেশক যারা আছে তারা নিশ্চয় যোগাযোগ ক🐎রেছে৷ ব্রডকাস্টারদের সঙ্গে আমাদের সরাসরি ক🉐োন যোগাযোগ নেই৷
পরিবেশকদের সঙ্গে কী আপনারা যোগাযোগ করেছেন?
পরিবে⛎শকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে৷ বিভিন্নভাবে আমরা তাদের আগেও অবহিত করেছি, সরকার এই ধরনের পদক্ষেপ ক💛রতে যাচ্ছে৷ এখন দেখা যাক, চূড়ান্তভাবে পরিবেশকরা কী পদক্ষেপ নেন? এই কারণে আমরা অপেক্ষা করছি৷
দেশের কোনও কোম্পানির বিজ্ঞাপন বিদেশে চ্যানেলে প্রচার বন্ধ করার সুযোগ আছে?
বিদেশি কোনও চ্যানেলে দেশীয় কোম্প꧃ানির বিজ্ঞাপন প্রচার করার সুযোগ নেই৷ একটা সময় এটা হত৷ আরও বছর দুয়েক আগে থেকে এটা বন্ধ হয়ে গেছে৷ দেশীয় প্রোডাক্টের কোনও বিজ্ঞাপন বিদেশি কোনও চ্যানেলে এখন আর যায় না৷
আপনারা কি বিদেশি কোনও চ্যানেলের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করেছেন? তাদের কাছ থেকে কী ধরনের সাড়া পাওয়া গিয়েছে?
এটা তো আমাদের কাজ নয়৷ এটা পরিবেশকদের কাজ৷ এখন পরিবেশকেরা হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করেছে৷ কারণ বিদেশি চ্যানেলের বিপণনের দায়িত্ব তো তাꦍদের৷
বাংলাদেশে দেশি চ্যানেলের দর্শক বেশি না বিদেশি চ্যানেলের দর্শক বেশি?
দর্শকরা আসলে দেশীয় চ্যানেলও দেখতে চান, বিদেশি চ্যানেলও দেখতে চান৷ এখন বলা মুশকিল যে, ক𒊎োনটার দর্শক বেশি৷ কারণ সব চ্যানেলই তাঁরা ঘুরিয়ে-ফিরিয়ে দেখেন৷ একটা চ্যানেল যখন বন্ধ হয়ে যায়, আমরা যেহেতু দর্শকদের সরাসরি ꦜহ্যান্ডেল করি ফলে তাঁরা আমাদের কাছে জানতে চান৷ কেন তাঁরা চ্যানেল দেখতে পারছেন না?
এই পরিস্থিতিতে আপনারা দর্শকদের কেমন অভিযোগ পাচ্ছেন?
অভিযোগ তো আসছেই৷ অভিযোগ করবে, এটাই তো বাস্তবতা৷ আমরা বোঝ🌠ানোর চেষ্টা করছি, যেহেতু আইন আছে, আইন অনুযায়ী আমাদের চলতে হবে৷ এই কারণে বিদেশি চ্যানেল প্রচার থেকে আমরা বিরত রয়েছি৷ ক্লিন ফিড পাওয়া গেলে আমরা অবশ্যই দর্শকদের মাঝে চ্যানেলগুলো প্রচারের চেষ্টা করব৷
আপনারা যে ৯০টির মতো চ্যানেল দিয়ে ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা চার্জ নেন, এটা কি যৌক্তিক?
২০০৭ সালে সরকার এই চার্জটা ধার্য করে দিয়েছে৷ কোনও কোনও জায়গায় আমরা ১০০ টাকাও নেই৷ এখন দ্রব্যমূল্য-সহ সবকিছুর মূল্যই বেড়েছে৷ জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে৷ ফলে আমরা মনে করি, এই চার্জটা বাড়ানো উচিত৷ তাহলে আম𓆏াদের জন্য সুবিধা হত৷ তবে এখন আমাদের এটা কোনও দাবি নয়, এখন আমরা চাই বর্তমান যে সংকট, সেটা থেকে দ্রুত উত্তরণ হোক৷ এটা নিয়েই এখন আমরা কাজ করছি৷
কয়েকদিন তো হয়ে গেল, সর্বশেষ অগ্রগতি কী? দর্শকরা কতদিন আর বিদেশি চ্যানেল দেখা থেকে বঞ্চিত হবেন? আপনারা কি সরকারের কাছে সময় চেয়েছেন?
না, এখনও আমরা সেই পর্যায়ে যায়নি৷ মাত্র পাঁচদিন হল তো, আমাদের নিজেদের মধ্যে আলাপ, আলোচনা চলছে৷ সরকারের সঙ্গেও আলোচনা চলছে৷ সবপক্ষ মিলে যদি একটা সুন্দর🌠 ꦛসমাধানে আসা যায়, তাহলে সেটাই ভালো হবে৷
বিদেশি চ্যানেল প্রচারে আপনাদের উপর কোনও চাপ আছে কি?
না, এই ধরনের কোনও চাপ নেই৷
এই পরিস্থিতি থেকে উত্তরণে আপনার পরামর্শ কী?
যেহেতু দর্শক দীর্ঘদিন ধরে বিদেশি চ্যানেল দেখে অভ্যস্ত হয়ে পড়েছেন, তাই সরকার যদি🍌 একটা নির্দিষ্ট সময়ের জন্য একটু বিবেচনা করে, তাহলে হয়তো আমরা সবাই মিলে সেই চেষ্টাটা করতে পারি৷ সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব৷
সরকারের কাছ থেকে কি কোনও সাড়া পেয়েছেন?
না, আমরা এখনও সরকারের কাছ থেকে কোন সাড়া পাইনি৷
সর্বশেষ ২৪ টি চ্যানেল চালুর কথা বলা হলো, আবার পরক্ষণেই ১১টি বন্ধ করা হল৷ এটা এখন কোন পর্যায়ে আছে?
এটা নিয়েই তো চেষ্টা চলছে৷ এখন দেখা যাক, আজ হয়ত ২৪টি, দু'দিন পর হয়ত আরও কিছু চ্যানেল দেওয়া যেতে পারে৷ মূল কথা হল, সরকার আমাদের যেভাবে নির্দেশনা প্রদান করবে🌼, আমরা সেভাবেই করব৷
(বিশেষ দ্রﷺষ𝓀্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে।)