বিদেশের স্বপ্নসুন্দর এলাকায় থেকে চাকরির স্বপ্ন দেখেন? ইচ্ছে র🦋য়েছে সূদূর সাত সমুদ্র পার করে কোথাও সম্মানের চাকরি করবেন? আর এই ইচ্ছে যদি কানাডা ঘিরে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সেপ্টেম্বরের তথ্য বলছে, কানাডায় চাকরির শূন্যপদ ৩.৯ শতাংশ বেড়ে গিয়েছে। কানাডার দুটি এলাকায় প্রায় ৪ লাখ নতুন করে চাকরির জন্য শূন্যপদ ঘোষিত হয়েছে।
উল্লেখ্য, কানাডা বহুদিন ধরেই শ্রমিকের কমতির সমস্যায় ভুগছে। ফলে সেই সমস্যা মেটাতে কানাডার অভিবাসন আরও অনেকটাই শিথিল হয়েছে। তার𓄧া চাইছে বিদেশ থেকে আরও বেশি করে কর্মীরা এসে এই শ্রমিকের ঘাটতির সংখ্যা মেটান। অন্যদিকে, ৫ টি 𝓡সেক্টরে দেখা যাচ্ছে কানাডায় শূন্যপদের সংখ্যা রয়েছে। কানাডায় এক বছরের মধ্যে ৫ টি সেক্টরে ২৫ শতাংশ কর্মসংস্থানের সুযোগ দেখা যাচ্ছে। একাধিক ক্ষেত্রে পেশাদারদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে কানাডায়।
কোন কোন ক্ষেত্রে রয়েছে কর্মীর চাহিদা?
চিকিৎসক, নার্স, ফিজিশিয়ান, সার্জেনের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে কানাডার কর্মসংস্থানের সুযোগে। উল্লেখ্য, কোভিড পরিস্থিতির বাড়বাড়ন্তের মাঝে এই চাহিদার সংখ্যা হু হু করে বেড়ে যাচ্ছে। খাদ্য ও বাসস্থান সংক্রান্ত ক্ষেত্রে ১২ শতাংশ কর্মীর চাহিদা বেড়েছে বলে দেখা যাꦇচ্ছে। এছাড়াও রিটেল ট্রেড, বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিষেবার ক্ষেত্রে কানাডায় বেড়েছে পেশাদার কর্মীর চাহিদা। প্রতিটি ক্ষেত্রেই কোভিড পূর্ববর্তী পরিস্থিতিতে ফিরে যেতে চায়। বিজ্ঞান ও প্রযুক্তিগত ক্ষেত্রে ৬১,৯০০ জন কর্মীর নতুন পজিশনের জন্য শূন্যপদ ঘোষিত হয়েছে। এছাড়াও কানাডার উৎপাদন ক্ষেত্রে একাধিক শূন্যপদ ঘোষিত হয়েছে। যদিও উৎপাদন ক্ষেত্রে আগের থেকে কমেছে কর্মীর চাౠহিদা। তবে, চাহিদার স্রোত একই রয়েছে।