আমেরিকায় খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন ছকে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন 'র' আধিকারিক বিকাশ যাদব। সেই মামলার সঙ্গেই নাকি যুক্ত কানাডায় অপর খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের ঘটনা। এমনই দাবি করলেন ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাককে। উল্লেখ্য, নিজের মেয়াদ শেষ করে ইতিমধ্যেই ভারত ছেড়েছেন ক্যামেরন। তবে এখনও তিনি সরকারি ভাবে হাইকমিশনার পদে বহাল আছেন। (আরও পড়ুন: ৬ দিনে ৭০ ভারতীয় বিমানে বোমাতঙ্ক,🅘 এক একটি হুমকিতে কত কোটির ক্ষতি হয় 🌱জানেন?)
আরও পড়ুন: বেসিকের ১০০% পর্যন্ত অতিরিক্ত 'ভাত𝓰া' মিলবে এবার, নির্দেশিকা জারি সরকারের
আরও পড়ুন: ৩ বছর বয়সি𝕴কে ꧂যৌন নিগ্রহ কাটোয়ায়, নির্যাতিতার যৌনাঙ্গে মিলল রক্তের দাগ
সম্প্রতি সিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন দাবি করেন, 'আমেরিকায় সম্প্রতি যে মামলা (পান্নুন খুনের ছক) চলছে এবং যে অভিযোগ আনা হয়েছে, তা থেকে স্পষ্ট যে দিল্লি থেকেই এই সবকটি (খলিস্তানি বিরোধী অপারেশন) ঘটনার ছক কষা হচ্ছে। কানাডা সহ উত্তর আমেরিকা জুড়ে নিশানা করা হচ্ছে এখানকার নাগরিকদের। যদি আমেরিকা এবং কানাডার ঘটনার পাশাপাশি রাখা হয়, আমেরিকার ঘটনার তথ্যপ্রমাণ এবং কানাডিয়ান পুলিশের বক্তব্য পাশাপাশি রাখা হয়, তাহলে গোটা চিত্রটাই স্পষ্ট হয়ে যাবে যে গত একবছর ধরে কী চলছে।' এদিকে কানাডা নিজেরা নিজ্জর হত্যাকাণ্ডে কোনও প্রমাণ খুঁজে বের করতে পারেনি। এই কথা সম্প্রতি মেনে নিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। (আরও পড়ুন: সাগরে 'ঘূর্ণাবর্তের মেলা', বাংলার দিকে কি ﷽ধেয়ে আসবে ঘূর্ণিঝডꦰ় 'দানা'?)