বাংলা নিউজ > ঘরে বাইরে > Cancelled Trains in West Bengal: ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় আজ ও আগামিকাল বাতিল প্রায় ১০০ ট্রেন, দেখুন তালিকা
আগামিকাল সকালের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে পৌঁছে যাবে ঘূর্ণিঝড় জাওয়াদ। যা শুক্রবার ভোরেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি𝄹 বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেই গভীর নিম্নচাপ। সেই জাওয়াদের আশঙ্কায় ইতিমধ্যে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল এবং পূর𒁃্ব উপকূলীয় (ইস্ট-কোস্ট) রেল। দুই জোন মিলিয়ে মোট ৯৫ টি বাতিল করা হয়েছে।
পূর্ব উপকূলীয় (ইস্ট-কোস্ট) রেলে বাতিল ট্রেনের তালিকা
দক্ষিণ-পূর্ব রেলের তরফে পৃথকভাবে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। &nbs🅠p;আপ ও ডাউন মিলিয়ে ৪৯ টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলির পৃথক তালিকাও দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল (যদিও সেই ট্রেনগুলি ইস্ট-কোস্ট রেলের বাতিল তালিকায় আছে)।
আপ ট্রেন
- ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ২২৮৮৩ পুরী-যশবন্তপুর গরিব রথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম: ৩ ডিসেম্বর।
- ১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ: ৩ ডিসেম্বর।
- ১২৮৪১ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ২২৮১৭ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল: ৩ ডিসেম্বর।
- ২২৬৪৪ পাটনা-এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৫০৮ শিলচর-তিরবন্তপুরম আরোনাই এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
- ১৩৩৫১ ধানবাদ-আলপুঞ্জা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৮৯৯ টাটা-যশবন্তপুর এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১৮৬৩৭ হাতিয়া-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ১৮৪৭৮ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
- ১৮৪০৯ হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৮৯৫ শালিমার-পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৮০২ নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
- ১৮৪৫১ হাতিয়া-পুরী তপস্বীনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
- ১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ১২৮৭৬ আনন্দ বিহার-পুরী নীলাঞ্চল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১৮১০৫ রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস: ৩ এবং ৪ ডিসেম্বর।
ডাউন ট্রেন
- ১২৫০৯ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি: ২ ডিসেম্বর।
- ১২৮৪২ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ২২৬৪১ ত্রিবান্দ্রম-শালিমার এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
- ১৮০৪৬ হায়দরাবাদ-হাওড়া এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
- ১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৮৪০ চেন্নাই-হাওড়া মেল: ৩ ডিসেম্বর।
- ১৪০৪৮ ভাস্কো দ্য গামা-হাওড়া অমরাবতী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৬৬৪ তিরুচিরাপল্লি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১৮৪৫২ পুরী-হাতিয়া তপস্বীনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১২৮০১ পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর।
- ১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ১৮৪১০ পুরী-হাওড়া শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
- ১৮১০৬ পুরী-রৌরকেল্লা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ১২৮১৫ পুরী-আনন্দ বিহার নন্দন কানন এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
- ২০৮১৭ ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
পরবর্তী খবর