বাংলা নিউজ > ঘরে বাইরে > Cancelled Trains in West Bengal: জাওয়াদে ধাক্কা খেল দূরপাল্লা ট্রেনের পরিষেবা, আজও কমপক্ষে ৪১ ট্রেন বাতিল রেলের
ইতিমধ্যে শক্তি খুইয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। তবে জাওয়াদের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশেও। সেই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের কমপক্ষে ৪১ টি দূরপ♌াল্লার ট্রেন বাতিল করে দিল ভারতীয় রেল। দেখে নিন বাতিল ট্রেনের তালিকা -
- ১৮৩৫১ পালাসা-বিশাখাপত্তনম এক্সপ্রেস।
- ১৮৩৫২ বিশাখাপত্তনম-পালাসা এক্সপ্রেস।
- ১৮৪৬৩ ভুবনেশ্বর-ভুবনেশ্নর প্রশান্তি এক্সপ্রেস।
- ১২৮৪৫ ভুবনেশ্বর-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস।
- ২২৮১৯ ভুবনেশ্বর-বিশাখাপত্তনম ইন্টারসিটি এক্সপ্রেস।
- ২২৮২০ বিশাখাপত্তনম-ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেস।
- ১৭০১৫ ভুবনেশ্বর-সেকেন্দ্রাবাদ বিশাখা এক্সপ্রেস।
- ১৮৪১৭ পুরী-গুনুুপুর এক্সপ্রেস।
- ১৮৪১৮ গুনুুপুর-পুরী এক্সপ্রেস।
- ২০৮১৯ পুরী-ওখা এক্সপ্রেস।
- ২২৮৭১ ভুবনেশ্বর-তিরুপতি এক্সপ্রেস।
- ১৮১০৫ রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস।
- ১৮১০৬ পুরী-রৌরকেল্লা এক্সপ্রেস।
- ১৭২৪৪ রায়াগডা-গুন্টুর এক্সপ্রেস।
- ০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল।
- ০৮৫২৮ বিশাখাপত্তনম-রায়পুর প্যাসেঞ্জার স্পেশাল।
- ০৮৪০৩ খুরদা রোড-পুরী স্পেশাল এক্সপ্রেস।
- ০৮৪০৪ পুরী-খুরদা রোড স্পেশাল এক্সপ্রেস।
- ০৮৪২৭ আঙ্গুল-পুরী স্পেশাল এক্সপ্রেস।
- ০৮৪২৮ পুরী-আঙ্গুল স্পেশাল এক্সপ্রেস।
- ০৮৪৩১ কটক-পুরী স্পেশাল।
- ০৮৪৩২ পুরী-কটক স্পেশাল।
- ১৮৪২৫ পুরী-দুর্গ এক্সপ্রেস।
- ১৮৪২৪ নারায়ণগড় টাউন-পুরী।
- ০৮৪৬২ পারাদ্বীপ-কটক স্পেশাল।
- ০৮৪৫৪ কটক-ভদ্রক স্পেশাল।
- ০৮৪৫৩ ভদ্রক-কটক স্পেশাল।
- ১৭৪৭৯ পুরী-তিরুপতি এক্সপ্রেস।
- ২২৮৫৯ পুরী-চেন্নাই এক্সপ্রেস।
- ১১০২০ ভুবনেশ্বর-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস কোনার্ক এক্সপ্রেস।
- ১৮৪২৩ ভুবনেশ্বর-নারায়ণগড় টাউন এক্সপ্রেস।
- ২২৮৮০ তিরুপতি-ভুবনেশ্বর এক্সপ্রেস।
- ১২৮৪২ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস।
- ১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস।
- ১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস।
- ১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
- ১২৮৭৫ পুরী-আনন্দ বিহার নীলাচল এক্সপ্রেস।
- ০৮৪৪০ পাটনা-পুরী স্পেশাল।
- ২২৬৪২ শালিমার-তিরুবন্তপুরম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস।
- ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস।
- ২০৮৯০ তিরুপতি-হাওড়া হামসফর এক্সপ্রেস।
পরবর্তী খবর