'আমরা প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করতে পারি না।' বিচারপতি ভিক্টোরিয়া গৌরীর নিয়োগের বিরুদ্ধে দায়ের আবেদন খারিজ করার প্রেক্ষিতে এই যুক্তি দিল সুপ্রিম কোর্ট। 'কট্ট🍰র মনোভাবে'র কারণে মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি হিসেবে ভিক্টোরিয়া গৌরীর নিয়োগের বিরোধিতায় মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গতকাল সকালে সেই মামলার শুননিও শুরু হয়। পরে মামলা খারিজ হয়ে যায়। সেই সময়ই মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন জাস্টিস গৌরী। সেই মামলার সংক্ষিপ্ত রায় আজ প্রকাশ করা হয়। তাতে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে তরফে বলা হয়েছে, 'সাংবিধানিক বেঞ্চের দেখানো পথেই হেঁটেছি আমরা। আমরা কোনও প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করে তাঁদের পদ খারিজ করতে পারি না।'
উল্লেখ্য, ভিক্টোরিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন তিনজন আইনজীবী। আব💃েদনকারীদের অভিযোগ, ভিক্টোরিয়া গৌরী 'পক্ষপাতদুষ্ট'। আবেদনকারীদের আরও অভিযোগ, নির্দিষ্ট ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে ভিক্টোরিয়ার। এই আবহে নজিরবিহীন ভাবে শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে তাঁর নিয়োগের বিরোধিতায় দায়ের হওয়া মামলার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। উল্লেখ্য, এর আগে একমাত্র ১৯৯২ সালে একবারই কোনও এক হাই কোর্টের বিচারপতির নিয়োগ খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। এদিকে আপাতত মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাবেন জাস্টিস গৌরী। এর দুই বছর পর তাঁর কর্মক্ষমতার ওপর বিচার করে তাঁকে স্থায়ী বিচারপতি হিসে🐷বে নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে কলেজিয়াম।
মাদ্রাজ হাই কোর্টের যে তিন আইনজীবী এই নিয়োগের বিরোধিতায় মামলা করেছেন, তাঁদের বক্তব্য ছিল, 'ভিক্টোরিয়া গৌরী বিগত দিনে তাঁর বিভিন্ন মন্তব্যে মুসলিম এবং ক্রিশ্চিয়ান নাগরিকদের প্রতি তাঁর মনোভাব স্পষ্ট করেছেন। ভারতীয় সংবিধানের ১৪ এবং ১৫ নং ধারায় নিবন্ধিত মৌলিক অধিকারকে খর্ব করে সেই সম মনোভাব। এই ধরনের মনোভাব বিচারের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।' এদিকে বিচারপতি হিসেবে জাস্টিস গৌরীর শপথগ্রহণের পর রাজ্যসভায় আইনমন্ত্রী কিরেন রিজিজু এই নিয়ে মুখ খোলেন। তৃণমূলের সাংসদ জওহর সরকার প্রশ্নꦇ করেন, হাইকোর্টে ভিক্টোরিয়া গৌরীর বিচারপতি হিসাবে নিয়োগ হওয়ার ঘটনা কতটা𓄧 যুক্তিযুক্ত? তৃণমূল সাংসদ অভিযোগ করেন, 'তাঁর বিরুদ্ধে জাতি বিদ্বেষমূলক মন্তব্য, সংখ্যালঘুদের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগ রয়েছে।' এর জবাবে আইনমন্ত্রী কিরেন রিজিজু বলেন, গণতন্ত্রে মতভেদ থাকবে, তবে সেগুলি সমাধানের রাস্তা রয়েছে।