গুগল ম্যাপ দেখে গাড়িতে করে যেতে গিয়ে ঘটল বিপত্তি। ব্রিজ থেকে নদীতে পড়ে গেল গাড়ি। তারফলে মৃত্যু হল দুই ভাই সহ তিনজনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে🥀র বেরেলিতে। গুগল ম্যাপ দেখে একটি নির্মীয়মাণ ব্রিজের ওপর উঠে পড়ে গাড়িটি। কিছুটা যেতেই সেটি সোজা ব্রিজ থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়। এই ঘটনাটি প্রযুক্তিকে অন্ধভাবে বিশ্বাস করার বিপদ নিয়ে উদ্বেগ বাড়িয়ে💖ছে।
আরও পড়ুন: মর্মান্তিক পথ দুর্ঘটনা মাল𓄧দায়, একসঙ্গে তিন যুবকের মৃত্যু পথে𒊎ই, বাড়ি ফেরা হল না
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সকাল ১০ টার দিকে। বদাউন জেলার বেরেলি থেকে দাতাগঞ্জের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় খালপুর-দাতাগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। সার্কেল অফিসার আশুতোষ শিবম জানান, আগে এই ব্রিজের ওপর দিয়ে যাওয়ার রাস্তা থাকলেও চলতি বছরের শুরুর দিকে বন্যার ফলে সেতুর সামনের অংশ ভেঙে পড়েছিল। সেটি নির্মাণের কাজ চলছিল। তবে গুগল ম্যাপে সেটি আপডেট না হওয়ার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। চালক গুগল ম্যাপের পথ নির্দেশিকা দেখে এগিয়ে যাচ্ছিলেন। তিনি জানতেন না ব্রিজটি ভাঙা ছিল। জিপিএসে পথ নির্দেশিকা দেখে ব্রিজের ওপর উঠে পড়েছিলেন। তার ওপর ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা কম ছিল। সামনে যে বিপদ রয়েছে তা বু🦄ঝতে পারেননি। ফলে গাড়িটি ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। যার ফলে এই মর্মান্তিক প্রাণহানি ঘটে। এই ঘটনায় প্রশাসনের গাফিলতিরও অভিযোগ উঠেছে। অভিযোগ, ক্ষতিগ্রস্থ সেতুর দিকে না যাওয়ার জন্য কোনও ব্যারিকেড বা সতর্কতা চিহ্ন ছিল না। ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছয় পুলিশ। গাড়িট♚িকে নদী থেকে উদ্ধার করা হয়। এরপর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।