আগামী অগস্টে নেওꦉয়া হতে পারে পরীক্ষা দশম এবং দ্বাদশ শ্রেণির ঐচ্ছিক পরীক্ষা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’।
শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে তিনি জানান, যে পড়ুয়ারা সিবিএসইয়ের মূল্যায়ন পরীক্ষায় প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী অগস্টে অফলাইন পরীক্ষা হবে। তিনি আশ্বাস দেন, ‘যদি তোমরা মূল্যায়ন প্রক্রিয়ায় সন্তুষ্ট না হও, তাহলে চিন্তা করার প্রয়োজন নেই। যে পড়ুয়ারা মনে করবে, তাদের যোগ্যতার প্রতি অবিচার হয়েছে, নিশ্চিতভাবে তাদের যোগ্যতার প্রতি ন্যায় হবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই অগস্টে আমরা তাদের পরীক্ষা নেব। তাই কোনওরকম আশঙ্কিত হওয়ার প্রয়োজ🤡ন নেই।’
চলতি মাসের গোড়ার দিকেই দ্বাদশ শ্রেণি পরীক্ষা বাতিল করে দিয়েছে সিবিএসই। আগেই বাতিল করা হয়েছিল দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। ইতিমধ্যে দ্বাদশ শ্রেণির বিকল্প মূল্যায়ন পদ্ধতি সুপ্রিম কোর্টে আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় বোর্ড। যা বজায় রেখেছে সুপ্রিম কোর্ট। বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদဣশ শ্রেণিক ফলাফল প্রকাশিত হবে। আর ফলাফল প্রকাশের পর যে পড়ুয়ারা সন্তুষ্ট হবেন না, তাঁরা ঐচ্ছিক পরীক্ষা💛র জন্য অনলাইনে নথিভুূক্ত করতে পারবেন। যে পড়ুয়ারা সেই ঐচ্ছিক পরীক্ষায় বসবেন, তাঁদের ক্ষেত্রে ঐচ্ছিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর চূড়ান্ত বলে বিবেচিত হবে। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ১৫ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে শুধুমাত্র মূল বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।