নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান। কেন্দ্রীয় পর্ষদের অফ൩িসিয়াল ওয়েবসাইট থেকেই বিষয়ভিত্তিক সিলেবাস দেখা যাবে।
ওয়েবসাইটের লিঙ্ক: cbseacademic.nic.in
এপ্রিল থেকে নয়া শিক্ষাবর্ষ চালু করার জন🅷্য ইতিমধ্যেই স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে CBSE । আগামী বছর, অর্থাত্ ২০২২ সালে যে পড়ুয়ারা বোর্ডের পরীক্ষায় বসতে চলেছেন, তাঁদের জন্য এই নয়ꦆা সিলেবাস প্রযোজ্য।
শুধু সিলেবাসই নয়। একইসঙ্গে কিভাবে নম্বর নির্ধারণ করা হবে, পরীক্ষা ইত্য🍎াদꦓির গাইডলাইনও প্রকাশ করেছে সিবিএসই।
নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে NCERT-র নিয়ম মেনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে প্রশ্নের প্রস্তুতি করতে হবে। ♋স্কুলগুলির পঠনপাঠনের ক্ষেত্রে এমনটাই নির্দেশ দিয়েছে CBSE ।
এ বিষয়ে যাতে শিক্ষক-শিক্🐭ষিকাদের কোনও সমস্যা না হয়, সেদিকেও নজর রেখেছে CBSE । তাঁদের জন্য আলাদা করে কিছু নির্দেশিকাও প্রকাশ করা হয়েছে। পড়ুয়াদের শেখানোর আগে যাতে শিক্ষক-শিক্ষিকারাও সেই বিষয়ে পারদর্শী হয়𒁏ে ওঠেন, তার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্কুলগুলির প্রধানশিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে বলা হয়েছে। বিভিন্ন বিষয়ে পড়াশোনা শুরুর আগে সিলেবাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করে নিতে বলা হয়েছে তাঁদের। পড꧋়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে সিলেবাস শ🏅েয়ার করার জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয় নয়া সিলেবাস ও পরীক্ষানীতি মেনে তৈরি হবে নতুন ধরণের প্রশ্নপত্রও। খুব শীঘ্রই প্রতিটি শ্রেণীর জন্য নমুনဣা প্রশ্নপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ।