সম্প্রতি জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছে সদ্য গঠিত হওয়া এনডিএ সরকার♚কে। ঠিক সেই পরিস্থিতিতে সন্ত্রাসবিরোধী অভিযানে বিশেষজ্ঞ আইপিএস অফিসার তথা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টর তপন কুমার ডেকার কার্যকালের মেয়াদ বাড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। আগামী ৩০ জুন তাঁর অবসর নেওয়ার কথা ছিল। তবে তাঁর মেয়াদ আরও এক বছর বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক।
আরও পড়ুন: দেশের গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে 💜বড় বৈঠকে অমিত শাহ, কী নির্দেশ দিলেন?
১৯৮৮ হিমাচল ক্যাডারের আইপিএস অফিসার তপন কুমার ২০২২ সালের ১ জুলাই আইবি’র প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তারপরেই সন্ত্রাস দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠন, মাওবাদী দম নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই আইপিএস অফিসারের। কেন্দ্র সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, মন্ত্রী পরিষদের নিয়োগ কমি🎐টি তপন কুমারের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন তপন কুমার। সরকারি কাজে তিন𝓡ি সেখানে রয়েছেন।
১৯৯০ সাল থেকেই তিনি উত্তর-পূর্ব ভারতে জঙ্গিﷺ এবং মাওবাদীদের দমনে যেভাবে কাজ করছেন তাতে বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়েছেন তপন। এর আগে আইবির যুগ্ম ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তপন কুমার। শুধু তাই নয়, তিনি আমেরিকায় ভারতের হয়ে কাজ করেছেন। ২৬/১১ হামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই আইপিএস অফিসার।