জেডিইউ সাಌংসদ দেবেশ চন্দ্র ঠাকুর বলেছিলেন, যে যাদব এবং মুসলিমরা তাঁকে ভোট দেয়নি। তাই তিনি তাদের জন্য কোনও কাজ করবেন না। সাংসদের এমন মন্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল। এবার দেবেশের মন্তব্যকে সমর্থন করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং। তিনি বলেছেন, তাঁকেও মুসলিমরা ভোট দেন না। এই অবস্থায় একটি নির্দিষ্ট দলকে মুসলিমদের ভোট না দেওয়াকে সনাতনকে দুর্বল করার চক্রান্ত বলে মন্তব্য করেছেন গিরিরাজ। একজন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও এরকম মন্তব্য করায় বিতর্ক তৈরি হয়েছে। গিরিরাজের তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।
আরও পড়ুন: 'হালাল নয়, হিন্দুদের 🦩উচিত ঝটকা মাংস খাওয়া’, নিদান কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের
দেবেশ চন্দ্রের মন্তব্যকে সমর্থন করে গিরিরাজ বলেন, ‘দেবেশ চন্দ্র তাঁর মনের আবেগের কথা বলেছেন। তিনি ব্যথিত কারণ তিনি বহুবছর ধরে বিধায়ক রয়েছেন। সেখানে সমস্ত ধরনের মানুষের জন্য তিনি কাজ করেছেন। কিন্তু, মুসলিমরা ভোট না দেওয়ায় তাঁর মন ভেঙে গিয়েছে।’ এরপরেই নিজের প্রসঙ্গে গিরিরাজ বলেন, ‘আমিও দেখেছি আমাকে মুসলমানরা ভোট দেয় না। এটা কেন? রাজ্য ও কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার পরও কিছু সম্প্রদায় বেশি ভোট দেবে কিছু অংশ কম ভোট দেবে সেটা হয়ে থাকে। কিন্তু, মুসলমানরা যদি সিদ্ধান্ত নেয় যে তারা ভোট দে𒅌বেন না তাহলে এটা সনাতনকে দুর্বল করার একটি চক্রান্ত। দেবেশ ঠাকুর তাঁর মনের কথা বলেছেন।’
কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এর তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। আরজেডির মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি এমন বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য 𒐪করেছেন। তিনিꦦ বলেন, ‘নির্বাচনী প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলসূত্র নিয়ে যা বলেছেন এটা তারই ফল। একজন বিধায়ক তাঁর নির্বাচনী এলাকার প্রতিনিধি, কোনও নির্দিষ্ট ধর্ম বর্ণের নন। দেশকে সংবিধান দ্বারা পরিচালিত হতে দিন।’
উল্লেখ্য, দেবেশ চন্দ্র বলেছিলেন, ‘যাদব এবং মু𝓀সলিমদের আমাদের এখানে স্বাগত। আসুন চা খান, মিষ্টি খান। কিন্তু আপনাদের জন্য কোনও কাজ করব না।’ বিহারের কংগ্রেস বিধায়ক শাকিল আহমেদ গিরিরাজের মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেছেন, যারা সংবিধানের চেতনার বিরোধী তাদের নিয়ে কথা বলে লাভ কি! তারা এমন ভাষা কথা বলছে যে তা সংবিধানের সঙ্গে মানানসই নꩲয়।