কেন্দ্রীয় সরকার এবার বায়োলজিকাল ই এর কোরবেভ্যাক্সকে বুস্টার ডোজ হিসাবে স্বীকৃতি দিল। কোভ্যাক্সিন বা কোভিশিল্ড দ্বিতীয় ডোজ হিসাবে দেওয়ার পরেও এই কোরবেভ্যাক্সকে প্রিকশন ডোজ হিসাবে ব্যবহার করা যাবে। দ্বিতীয় ডোজ দেওয়ার ৬ মাস পূর্ণ হওয়ার পরে এই প্রিকশন ডোজ নেওয়া যাবে। কেন্দ্রীয় স্বাস্🍌থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, ১৮ বছরের উপর যাদের বয়স তাদের জন্য এই টিকা দেওয়া যেতে পারে।
এদিকে দেশের একাধিক রাজ্যে বর্তমানে কোভিডের দাপট ক্রমশ বাড়ছে। সেক্ষেত্রে এই বু𒆙স্টার ডোজ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই বুস্টার ডোজের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রাথমিকভাবে যে ডোজের ভ্য়াকসিন 🔥দেওয়া হচ্ছে বুস্টার ডোজের ক্ষেত্রে সেটি অন্য় ডোজ করা হচ্ছে।
সংবাদ সংস্থা পিটিআই আগেই জানিয়েছ𓆉িল ন্যাশানাল টেকনিকাল অ্য়াডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশনের তরফে এনিয়ে আগেই সুপারিশ করা হয়েছে। তারপরই এনিয়ে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
Corbevax ভারতের একমাত্র আরবিডি প্র🐲োটিন সাবইউনিট ভ্যাকসিন।
গত ১০ জা🌟নুয়ারি থেকে ভারতে কোভিডের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। ৬০ বছর অথবা তার থেকে বেশি বয়সী যাদের কো মর্বিডিটি রয়েছে, স্বাস্থ্য কর্মী ✨ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রথম এই প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছিল। ১০ এপ্রিল থেকে ১৮ বছরের উপর সকলকে এই প্রিকশন ডোজ দেওয়ার ব্য়াপারে বলা হয়।