দেশের বিভিন্ন প্রান্তে পথ কুকুরদের অত্যাচারে বহু জায়গায় বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছেন অনেকেই। শিশু থেকে বৃদ্ধ আক্রান্তের সংখ্যাটা নেহাত কম নয়। এরপরই ক🌊েন্দ্রের তরফে বার্তা আসে যে, এবার পথ কুকুরদের অত্যাচার ঠেকাতে স্থানীয় প্রশাসন যাতে বিধি আরোপ করে, তা নিয়ে। এক্ষেত্রে, পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ বিধিও রয়েছে ভাবনা চিন্তায়।
কেন্দ্রের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, স্থানীয় পৌরসভাগুলি ‘অ্যানিমেল বার্থ কন্ট্রোল প্রোগ্রাম’ ও ‘অ্যান্টি ব়্যাবিস প্রোগ্রাম’ যৌথভাবে লাগু 🦋করার কথা বলছে কেন্দ্র। কেন্দ্রীয় প্রাণিসম্পদ মন্ত্রক থেকে এক নির্দেশিকায় একথা বলা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের পশু জন্মনিয়ন্ত্রণ বিধি সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে লাগু হয়েছে। যাতে পথচলতি পশুদের দ্বারা বিপত্তি না হয়, সেই দিকে নজর রেখেই পদক্ষেপ। উল্লেখ্য, পথচলতি কুকুরদের নিয়ে মামলা আদালতে উঠেছে বহুকাল। হায়দরবাদে শিশু মৃত্যু, আলিগড়ে বৃদ্ধকে খুবলে কামড়ে দেওয়া, ছত্তিশগড়ে শিশুকে হামলার ঘটনায় কার্যত দেশের বহু এলাকার প্রশাসন উদ্বিগ্ন। এলাকায় রয়েছে ত্রাস। এই পরিস্থিতিতে পথ চলতি কুকুর থেকে ব়্যাবিসের মতো রোগ ছড়িয়ে পড়া নিয়েও রয়েছে চিন্তা। সেই দিকে তাকিয়ে কেন্দ্রের তরফে হামলা, বিপত্তিতে রাশ টানত✨ে এই নির্দেশিকার কথা বলা হয়েছে।
( ইদের দিন বাড়িতে💫 স্পেশ্যাল মিষ্টির ডিশ বানানো নিয়ে চিন্তা? রইল শির খুরমার রেসিপি)
( রোদে জ্বলে যাচ্ছে ত্বক? নিম, হলুদ, অ্যালোভেরা দিয়ে মুখ👍ের উজ্জ্বলতা ফেরান এভাবে)
উল্লেখ্য, শুধুমাত্র 🅷কয়েকটি নির্দিষ্ট সংস্থা যাঁরা কুকুরদের জন্ম নিয়ন্ত্রণে কাজ করছে, তাঁদের দিয়েই এই জন্ম নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রের তরফে পুরসভা ও পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা বলছে, কেবলমাত্র অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের নির্দিষ্ট করা সংস্থারাই এই নির্বীজকরণ বা জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত পদক্ষেপ করতে পারবে। এর বাইকে কোনও স্বেচ্ছাসেবী সংস্থাকে এই কাজ করতে দেওয়া হবে না। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ এই ইস্যুতে আগেই এসেছে। কোনওভাবে পথ চলতি পশু অমানবিক আচরণ করছে , এমন প꧂্রমাণ পেলে তবেই পদক্ষেপ করা হবে।
এই খবরটি আপনি পড়🅘তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক