বাংলা নিউজ > ঘরে বাইরে > No tension, ১০ মিলিয়ন ছানি অপারেশন করবে কেন্দ্র, জানেন কেন এত বাকি থেকে গিয়েছে?
রিথমা কৌল
বহু ছানি অপারেশন বকেয়া থেকে গিয়েছে। এবার এনিয়েই ১ জুন থেকে বিশেষ প্রচ🐈ার করবে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, কমপ♛ক্ষে ১০ মিলিয়ন ছানি অপারেশন বাকি থেকে গিয়েছে। মূলত বছর দুয়েক ধরে করোনা পরিস্থিতির জেরে এই অপারেশন করা যায়নি। সেগুলোই করা হবে এবার। জাতীয় স্বাস্থ্য মিশন ও রাজ্যগুলির যৌথ উদ্যোগ এই অপারেশন হবে। প্রায় তিন বছর সময় লাগবে এই অপারেশনগুলি শেষ করতে।
এদিকে অন্ধত্ব ঠেকাতে অপারেশন করতে হবে প্রায় ৪.৯ মিলিয়ন। আংশিক অন্ধত্ব ঠেকাতেও ছানি অপারেশনও করতে হবে। কেন্দ্রীয় স্বা📖স্থ্♑য মন্ত্রক জানিয়েছেন, ব্যাকলগের সংখ্যা কমাতে কেন্দ্রীয় সরকার সবরকম সহায়তা করবে। আগামী বছর গুলিতে এই সংখ্যা বাড়িয়েও দেওয়া হবে। ২০২২-২৩ সালে এই সংখ্যা হবে ৭.৫ মিলিয়ন, ২০২৩-২৪ সꦕালে এই সংখ্যা হবে ৯ মিলিয়ন, ২০২৪-২৫ সালে এই সংখ্যা হবে প্রায় ১০.৫ মিলিয়ন।