টোল প্লাজা তুলে দেওয়ার দিকে এগোচ্ছ কেন্দ্রের মোদী সরকার। সেই জায়গায় থাকবে নির্দিষ্ট ক্যামেরা। সেই ক্যামেরা দিয়েই🃏 দেখে নেওয়া হবে নম্বর প্লেট। হাইওয়ে ও সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে পরিকল্পনা নেওয়া হচ্ছে টোল প্লাজাকে সরিয়ে দিয়ে অটোমেটিক নম্বর প্লেট রিডার ক্যামেরা বসানো হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি একথা জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সরকার ২০১৯ সাল🥀ে একটি পরিকল্পনা নিয়েছে যে সমস্ত গাড়িতে কোম্পানির বসানো নম্বর প্লেট রাখতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, টোল প্লাজাকে সরিয়ে রেখে ক্যামেরা বস♌ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অ্যাকাউন্ট থেকে সরাসরি টোলের টাকা কেটে যাবে।
কিন্তু টোল প্লাজা সরানোর এই পরিকল্পনাটা ঠিক কী?
২) সব নম্বর প্লেটই কি বুঝতে পারবে এই ক্যামেরা? বলা হচ্ছে ২০১৯ সালের ওই ক্যামেরায় রেজিস্টার 💫করা হয়েছে এমন নম্বর প্লেট এগুলি পড়তে পারবে।
৩) কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন কোম্পা﷽নির নম্বর প্লেট বসানো বাধ্যতামূলক করা হয়েছে।
৪) পুরানো নম্বর প্লেটগুলিকেও বদলানো হবে 🍃ধাপে ধাপে।
৫)একটি পাইলট প্রজেক্ট চা🅰লু করার ব্যাপারেও কথাবার্তা হয়েছে।