তিন সিভিল সার্ভিস পরীক্ষার্থীর মৃত্যুর মামলায় রাউয়ের আইএএস স্টাডি সার্কেলের চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক গুপ্তা এবং🦂 কো-অর্ডিনেটর দেশপাল সিংকে ৭ ডিসেম্বর পর্যন্ত জ𓄧ামিন দিল দিল্লির একটি আদালত। অন্তর্বর্তী জামিন পেলেন তারা।
পিটিআই রিপোর্ট অনুসারে, প্রিন্সিপাল জেলা ও দায়রা বিচারক অঞ্জু বাজাজ চন্দনা অভিযুক্তদের প্রত্যেককে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছেন।
আদালত অভিষেক গুপ্তাকে শর্ত দিয়েছে এবং লেফটেন্যান্ট গভর্নরের হাতে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে রেডক্রসের কাছে আড়াই কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।শুক্রবার সুপ্রিম কোর্ট তিন সিভিল সার্ভিস প্রার্থীর মৃত্যুর তদন্তকারী কেন্দ্র নিযুক্ত প্যানেলকে চার সপ্তাহের মধ্যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কী ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ‘এটি একটি গুরুতর বিষয়। আপনার পরামর্শ প্রক্রিয়াটি ত্বরান্বিত করা উচিত কারণ জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার। আমরা চাই কমিটি চার সপ্তাহের মধ্যে তার অন্তর্বর্তী ব্যবস্থা জমা দিক,’ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণিকে বলেছে বেঞ্চ। উত্তরপ্রদেশের আম্বেদকর নগরের শ্রেয়া যাদব, তেলেঙ্গানার তানিয়া সোনি এবং কেরলের এর্নাকুলামের বাসিন্দা নিভিন ডালউইন গত ২৭ জুলাই বন্যার জলমগ্ন বেসমেন্টে আটকে মারা যান।