রাজস্থান সরকারের বাসে উঠে ৫০ টাকার টিকিট দিতে অস্বীকার করেছিলেন হরিয়ানা পুলিশের এক মহিলা কর্মী। সেই ঘটনার ভিডিয়ো ভাইর🔯াল হতেই রাজস্থান ও হরিয়ানা ট্রাফিক পুলিশের মধ্যে শুরু হয়েছে চালান পালটা চালান কাটার এক আজব 'প্রতিযোগিতা'!
অভিযোগ, একদিকে হরিয়ানার ট্রাফিক পুলি✤শ রাজস্থান সরকারের বাস দেখলেই মোটা টাকা চালান কাটছে। অন্যদিকে রাজস্থান ট্রাফিক পুলিশও হরিয়ানা সরকারের বাসের চালান কাটছে!
স্বাভাবিকভাবেই বিজে꧒পি শাসিত দুই রাজ্যের পুলিশ প্রশাসন এবং সরকারি গণপরিবহণ কর্ত🔴ৃপক্ষের এহেন লড়াই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়।
ঘটনার সূত্রপাত কীভাবে?
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, চলন্ত বাসে কন্ডাক্টরের সঙ্গে বিবাদে জড়িয়েছেন এক মহিলা। তাঁরা পোশাক দেখে ম♏নে হচ্ছে, তিনি হরিয়ানা পুলিশে কর্মরত। যদিও সেই মহিলা স্কার্ফ দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছেন।
কন্ডাক্টর তাঁর কাছে ভাড়াবাবদ ৫০ টাকা চাইতেই তিনি সাফ জানিয়ে দেন ভাড়া▨ দেবেন না! কারণ, তিনি হরিয়ানা পুলিশের কাজ করেন। জবাবে কন্ডাক্টর জানান, এটা রাজস্থান সরকারের (রাজস্থান রাজ্য সড়ক পরিবহণ নিগম - আরএসআরটিসি) বাস। তাই এই বাসে তাঁকে টিকিট কাটতে হবে।
মহিলা তাও জানান, তিনি কিছুতেই ভাড়া দেবেন না। জবাবে কন্ডাক্টর তাঁকে বলেন, ভাড়া না দিলে তিনি বাস থেকে নেমে যেতে পারেন। কিন্তু, মহিলা বলেন, তিনি বাস থেকে নামবেন না এবং টিকিটও কাটবেন নܫা।
ভিডিয়ো ভাইরাল হতে আসরে দুই রাজ্যের ট্রাফিক পুলিশ!
এই ঘটনার ভিডিয়ো সোশাল মꦅিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়। সেইসঙ্গে, আসরে নামে হরিয়ানা রাজ্য পুলিশ। অভিযোগ, হরিয়ানা পুলিশের ট্রাফিক ন♔িয়ন্ত্রণ বিভাগের তরফে (ট্রাফিক পুলিশ) ৫০টিরও বেশি আরএসআরটিসি বাসকে নানা কারণ দেখিয়ে মোটা অঙ্কের জরিমানা করা হয়।
শোনা যাচ্ছে, আরএসআরটিসি-এর যে বাসগুলি গুরুগ্রামꦏ এবং ফরিদাবাদের মতো ব্যস্ত রুটে চলাচল করে, তাদের সঙ্গেই ঘটেছে এমন ঘটনা।
এই খবর কানে যেতেই পালটা দাওয়াই দ🐟েওয়ার সিদ্ধান্ত নেয় রাজস্থান রাজ্য পুলিশ। তাদের এলাকার অধীনে হরিয়ানার যেসমস্ত সরকারি বাস চলছে, তেমন অন্তত ২৬টি বাসকে এখনও পর্যন্ত তারা আর্থিক জরিমানা করেছে বলে অভিযোগ।
হরিয়ানার যে ২৬টি বাসকে এখনও পর্যন্ত রাজস্থানে চালান দিত🌸ে হয়েছে, তার মধ্যে ন'টি বাসের চালান কাটা হয়েছে জয়পুরের সিন্ধি ক্যাম্পে। আর বাকি ১৭টি বাসকে রাজ্য়ের অন্য়ান্য এলাকায় জরিমানা করা হয়েছে বলে ইন্ডিয়া টুডে-র প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।