ঝাড়খণ্ডের রাজনীতিতে তাঁকে 'কোলহান টাইগার' বলা হয়। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেএমএমের তাবড় নেতা চম্পাই সোরেন সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি বিজেꦍপিতে যোগ দিয়ে কার্যত ঝাড়খণ্ডে জেএমএম সরকারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন। চম্পাইয়ের দাবি, তাঁর বিরুদ্ধে হেমন্ত সোরেনের সরকার গুপ্তচরবৃত্তি করেছে। এলাকায় তাবড় উপজাতি নেতা তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চম্পাইয়ের এই দাবি বেশ তাৎপর্যমূলক।
শুক্রবার এক বর্ণাঢ্য সমাবেশে চম্পাই সোরেন যোগ দেন বিজেপিতে। তিনি সাফ জানান, এলাকার উপজাতি সম্প্রদায়কে রক্ষা করতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর দাবি, বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্য এলাকার উপজাতি সংকটে রয়েছে। শুধু চম্পাই নন। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন তাঁর পুত্র বাবুলাল সোরেন। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চম্পাই ও তাঁর পুত্র যোগ দেন বিজেপিতে। এই অনুষ্ঠানে ঝাড়খণ্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডিকে দেখা যায়, চম্পাইকে মালা পরিয়ে গ্রহণ করতে। কোলহান এলাকায় বিপুল জনতার সামনে এই যোগদান হয় চম্পাইয়ের। চম্পাই জানিয়েছেন, তাঁর জেএমএম ছাড়া ও বিজেপিতে যোগদান করা একটি ঠান্ডা মাথ💟ায় নেওয়া সিদ্ধান্ত।
( INS Arighat: জলপথে আরও শক্তি বাড়ল সেনার! পরমাণু ক্ষেপণাস্ত্রে সজ্জিত INS অরিঘাত এবারꦉ নৌসেনার নয়া সদস্য)