ইসরোর প্রাক্তন প্রধান কে শিবন। চন্দ্রযান-২ অভিযানের সময় তিনি ইসরোর মাথায় ছিলেন। ২০১৯ সালে এই অভিযান হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা ব্যর্থ হয়। তবে এবার সফল হয়েছে অভিযান। তবে এবার সফল হয়েছে ইসরো। তারপরই উচ্ছাস লুকোলেন না ইসরোর প্রাক্তন প্রধান।তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, এটা খুব মিষ্টি খবর। গত চার বছর ধরে এই খবরটার জন্য়ই অপেক্ষা করছিলাম। তিনি জানিয়েছেন, এই সাফল্য়ে দেখে অত্যন্ত উচ্ছসিত। গত চার বছরে এটার জন্য়ই অপেক্ষা করছিলাম। এই সফলতা আমাদের কাছে ভালো খবর। গোটা দেশের কাছেও ভালো খবর। জানিয়েছেন ইসরোর প্রাক্তন প্রধান।তবে গত চন্দ্র অভিযান সফল হয়নি। একেবারে তীরে এসে তরী ডুবেছিল। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়েছিল, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আগের চন্দ্রযানটির। মাত্র ২.১ কিমি আগে এটি ব্যর্থ হয়। পালকের মতো নেমে আসেনি চাঁদের মাটিতে। কার্যত আছড়ে পড়েছিল চাঁদের মাটিতে। সেই সঙ্গে লক্ষ ভারতবাসীর স্বপ্নও সেদিন আছড়ে পড়েছিল মাটিতে। এরপর ফের ঘুরে দাঁড়ায় ইসরো।একে একে বিজ্ঞানীরা নতুন উদ্যমে কাজ শুরু করেন। গত চার বছর ধরে ধাপে ধাপে এগিয়েছেন তাঁরা। তবে এবার সাফল্যকে ছুঁতে পেরেছে ভারত। সেই সাফল্যের দিকে তাকিয়েছিলেন বিজ্ঞানীরা। উচ্ছসিত প্রাক্তন প্রধান।বর্তমান প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ভারত এবার চাঁদে।শিবন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে রয়েছেন। এই খুশির মুহূর্ত দেখে তাঁরাও আনন্দিত হবেন।এদিকে গোটা বিশ্ব এই অভিযানের দিকে তাকিয়ে ছিল। শিবন বলেন, এখান থেকে যে তথ্য মিলবে তা শুধু ভারতের নয়, এটা গোটা বিশ্বের।গোটা বিশ্বের বিজ্ঞানীরা এই তথ্য ব্যবহার করবেন। জানিয়েছেন তিনি।ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্য়াস্ট্রোফিজিক্সের প্রাক্তন অধ্যাপক আরসি কাপুর জানিয়েছেন, এটা জীবনের সব থেকে আনন্দের দিন। যখন এটি চাঁদের মাটিতে নামল সেই আনন্দ অপরিসীম। ইসরোকে অভিনন্দন। গোটা দেশকে অভিনন্দন।