সন্ত্রাসমূলক কাজের জন্য অর্থের জোগান সংক্রান্ত মামলায় দাউদ ইব🐎্রাহিমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল এনআইএ। দাউদ ছাড়াও ছোটো শাক༺িল এবং ধৃত তিন ধৃতের বিরুদ্ধে মুম্বইয়ের একটি বিশেষ আদালতে সেই চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির এক মুখপাত্র জানিয়েছেন, একটি আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক এবং 'ডি' কোম্পানি সংক্রান্ত মামলায় চার্জশ🔯িট দাখিল করা হয়েছে। যা ভারতে বিভিন্ন জঙ্গিমূলক এবং অপরাধ সংক্রান্ত কাজে জড়িয়ে আছে। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি মুম্বইয়ের একটি থানায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধা🦋রায় মামলা রুজু করা হয়েছিল।
ওই মুখপাত্র বলেছেন, '🍷তদন্তে উঠে এসেছে যে অভিযুক্তরা জঙ্গিগোষ্ঠী এবং সংগঠিত অপরাধ চক্র ডি কোম্পানির সদস্য ছিল (দ⛦াউদ ও ছোটা শাকিলের ছাড়াও মুম্বইয়ের বাসিন্দা আবুবকর শেখ, সাব্বির আবুবকর এবং মহম্মদ সেলিম কুরেশির বিরুদ্ধে চার্জশিট)। বিভিন্নরকম বেআইনি কাজকর্ম চালিয়ে ওই গ্যাংয়ের অপরাধমূলক কাজ আরও বাড়ানোর যড়যন্ত্র করেছিল তারা।'
আরও পড়ুন: দাউদকে ভারতের হাতে তুলে দেবেন? ইন্টার🌌পোল মিটিংয়ে প্রশ্ন শুনে কী করলেন পাকিস্ত🔯ান কর্তা!
এক জঙ্গির স্বার্থে ডি কোম্পানির নাম করে অভিযুক্তরা মানুষকে ভয় দেখিয়ে প্রচুর পরিমাণ অর্থ জোগাড় করেছিল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে। এনআইয়ের তরফে জানানো হয়েছে, ভারতের নিরাপত্তা বলয় ভেদ ক🍸রা এবং সাধারণ মানুষের মনে ভয় তৈরির করার জন্য সেই ষড়যন্ত্র করা হচ্ছিল।