বিমানে মালপত্রের পরিমাণ নির্ধারণ করবে সংশ্লিষ্ট উড়ান পরিষেবা সংস্থা൲। বৃহস্পতিবার ঘরোয়া উড়ান সংক্রান্ত সংশোধিত নির্দেশিকায় এই🍎 ঘোষণা করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
মন্ত্রক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চেক-ইন ব্যাগেজ সংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট পক্ষের থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে পর্যালোচনা করা হয়েছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই বিষয়ে পূর্ব ঘোষিত নির্দেশিকা সংশোধনের সিদ্ধান্ত নেও🔯য়া হয়েছে এবং উড়ান সংস্থার নিয়মাবলী মেনেই মালের ওজন নির্দিষ্ট হবে বলে ঠিক হয়েছে।’
কোভিড অতিমারীর জেরে দুই মাস বন্ধ থাকার পরে 💞গত ২৫ মে থেকে ঘরোয়া উড়ান পরিষেবা ফের চালু হলে যাত্রীপিছু একটি চেক-ইন ব্যাগেজ ও একটি হ্যান্ড ব্যাগেজ অনুমোদন করেছꦬিল কেন্দ্রীয় মন্ত্রক।
বর্তমানে কোভিড পূর্ববর্তী ঘরোয়💜া উড়ানের ৬০ শতাংশ চালু করার অনুমতি দেওয়া হয়েছে সংস্থাগুলিকে। চালু রাখা হয়েছে।
অন্য দিকে, ২২ মার্চ থেকে স্থগিত রয়েছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। শুধুমাত্র বিদেশে বিচ্ছিন্🐼ন হয়ে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বন্দে ভারত অভিযান ও এয়ার বাবল-এর মাধ্যমে বিদেশে ভারতীয় বিমান চলাচল চালু রয়েছে।