এশিয়ান ইন✱ফাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (AIIB) এবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে বড়সড় পদক্ষেপের পথে। মূলত চিন সমর্থিত হিসাবে এই ব্যাঙ্কের পরিচিতি রয়েছে। যে চিনের সঙ্গে রাশিয়ার সখ্যতা আন্তর্জাতিক কূটনীতিতে সর্বজনবিদিত। সেই চিন সমর্থিত ব্যাঙ্ক এবার রাশিয়ার ঋণ ঘ▨িরে যাবতীয় কর্মকাণ্ড স্থগিত রেখেছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই এক মার্কিনি সংবাদপত্রের একটি খবরে দাবি করা হয়েছিল যে চিনের শীতকালীন অলিম্পিকের পর যাতে ইউক্রেনে রাশিয়া হামলা করে সেই বিষয়ে পরামর্শ বেজিংই দিয়েছিল মস্কোকে। সেই দাবি কড়া ভাষায় নস্যাৎ করার পাশাপাশি বেজিং জানায় যে ইউক্রেনের পরিস্থিতি একেবারেই অমানবিক। রাশিয়ার সঙ্গী চিন এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখার পরই AIIB বড় পদক্ষেপ নেয় রাশিয়াকে ঘিরে। ব্যাঙ্কের তরফে জানানো হয়, রাশিয়া ও বেলারুসের স🌠মস্ত গতিবিধি পর্যালোচনা করেই তাঁরা সিদ্ধান্ত নেবেন রাশিয়ার ঋণের বিষয়ে। উল্লেখ্য, এই উন্নয়নমূলক ব্যাঙ্কের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার চিন। যা মূল শেয়ারের ২৬.৫ শতাংশ বলে জানা যায়। এদিকে বেজিংয়ে হেডকোয়ার্টার অবস্থিত রয়েছে এই ব্যাঙ্কের। যার তৃতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার রাশিয়া।
যুদ্ধ পরিস্থিতির নিরিখে এই ব্য়াঙ্ক জানিয়েছে, 'ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার ফলে, যাঁরা আক্রান্ত তাঁদের প্রতি সমবেদনা ও ভাবনা প্রকাশ করছে এশিয়ান ইনফাসট্রাকচার ব্যাঙ্ক। যাঁরা পীড়িত তাঁদের প্রতি আমাদের বেদনা ব্যক্ত করছি।' ব্যাঙ্কের তরফে সাফ জানানো হয়েছে, ব্যাঙ্কের সদস্য দেশগুলির অর্থনৈতিক পরিস্থিতি বিচার করে দেখা হচ্ছে। পর্যালোচনা করা হচ্ছে সদস্য দেশগুলির গতিবিধি। এক বিবৃতিতে ব্যাঙ্ক জানিয়েছে, 'এই পরিস্থিতিতে, এবং ব্যাঙ্কের সর্বোচ্চ স্বার্থে, ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে রাশিয়া এবং বেলারুশ সম্পর্কিত সমস্ত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং পর্যালোচনা করা হচ্ছে।' বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, 'AIIB হল একটি মাল্টিন্যাশনাল সংস্থা যা একটি আন্তর্জাতিক চুক্তি দ্বারা সৃষ্ট, এবং আন্তর্জাতিক আইন মেনে চলা আমাদের প্রতিষ্ঠানের🎉 মূলে রয়েছে।' উল্লেখ্য, ইতিমধ্যেই রাশিয়ার অর্থমন্ত্রক AIIB এর কাছ থেকে একটি সাহায্য প্রার্থনা করেছে। সেখানে ১২ বিলিয়ন মার্কিন ডলারের পাঁচটি প্রজেক্টের জন্য আর্থিক সাহায্য চাওয়া হয়েছে ওই ব্যাঙ্কের কাছে। তারপরই এই বার্তা দেয় এশ🎃িয়ান ইনফাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক।