আধুনিক চিনের রূপকার মাও জে দংয়ের সঙ্গে আগেই এক আসনে প্রেসিডেন্ট জিনপিংকে বসিয়ে দিয়েছিল কমিউনিস্ট পার্টি অফ চায়না। এবার প্রেসিডেন্ট জিনপিংকে দেশের কান্ডারি হিসাবে আখ্যা দিল কমিউনিꦿস্ট পার্টি। বলা ভালো একটা সময় ঠিক এই বিশেষনই যুক্ত করা হত মাও জে দংয়ের নামের সঙ্গে। 'Helmsman'এই বিশেষ তকমা জুড়ে গেল প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গেও। শুক্রবার চিনের শাসকদল কমিউনিস্ট পার্টির তরফ জানানো হয়েছে, প্রেসিডেন্ট জিনপিং দেশের কান্ডারি। চিনকে নতুন করে উজ্জীবিত করতে তাঁর নেতৃত্ব, তাঁর অবদান অত্যন্ত প্রয়োজনীয়।
এদিকে কমিউনিস্ট পার্টি অফ চায়নার কনক্লেভে প্রেসিডেন্ট জিনপিংয়ের পদকে সুরক্ষিত করতে একেবারে ঐতিহাসিক দলিল আনা হয়েছে। চারদিনের এই প্লেনামের গুরুত্ব ও জিনপিংয়ের ভূমিকার কথাও উল্লেখ করেছে ক💙মিউনিস্ট পার্টি। সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিসি রিসার্চ অফিসের তরফে জিয়াং জিংকোয়ান চিনে নতুন যুগের উত্তোরনে ও সমাজতন্ত্র আনা𝔉র ক্ষেত্রে প্রেসিডেন্টের ভূমিকা তুলে ধরেন। তবে মাও জে দংকে একসময়ে যে নামে বর্ণিত করা হত সেই নামেই জিনপিংকে বর্ণিত করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২০২০ সালে বেজিংয়ে চারদিনের প্লেনাম শেষেও এই শব্দবন্ধটা উল্লেখ করা হয়েছিল। নতুন চিনের নাবিক, কান্ডারি হিসাবে উল্লেখ করা হল জিনপিংকে। মোটের উপর প্রেসিডেন্ট জিনপিংয়ের পদকে সুরক্ষিত রাখার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে পার্টি। অন্যদিকে আগামী মাসে গণতন্ত্রের উপর বৈঠক ডাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তা নিয়েও কটাক্ষ করেছে চিনের কমিউনিস্ট পার্টি।