সম্প্রতি চিন্ময় প্রভুর অনুগামীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল চট্টগ্রাম আদালের সামনে। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসীকে যেদিন আদালতে পেশ করাহ হয়েছিল, সেদিন তাঁর মুক্তির দাবিতে সেখানে জড়ো হয়েছিলেন বহু হিন্দু ধর্মাবলম্বী। তবে তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ বাঁধে। সেই সময় নাকি নিহত হন সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম। সেই খুনের ঘটনায় এবার ৭ জন হিন্দুকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম - রুমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস ও মনু মেথর। পুলিশ দাবি করছে, তারা নাকি খুনের ভিডিয়ো হাতে পেয়েছে। সেই ভিডিয়ো ফুটেজ দেশে শনাক্ত করা হয়েছে ধৃতদের। এই ঘটনায় আরও অনেকে জড়িত ছিল বলে দাবি পুলিশের। বাকিদের শনাক্ত করার কাজ চলছে বলে দাবি করে পুলিশ। (আরও পড়ুন: বাংলাদ🌺েশে বন্ধ করে দেওয়া হল ইসকনের অফিস, ভক্তদের নিয়ে গেল সেনা: রিপোর্ট)
আরও পড়ুন: চিন্ময় প্রভুর গ্র🌼েফতারি ইস্যুতে মোদীকে চিঠি ৬৮ জন প্রাক্তন বিচারপতি, IAS-IPSদের
এদিকে চিন্ময় প্রভুর অনুগামী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে আরও ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দাবি করা হচ্ছে, ধৃতদের অধিকাংশই চট্টগ্রামের কোতোয়ালি এলাকার বান্ডিল সেবক কলোনির বাসিন্দা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামী এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মোট তিনটি পৃথক মামলা করা হয়েছে। মোট ৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে সেই সব মামলায়। এছাড়াও মামলায় অভিযুক্ত আরও ১ হাজার ৩০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সেদিনের সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। এদিকে ধৃতদের আদালতে পেশ করা হয় এবং তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই আবহে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় ধৃত ২৭ জনকে। (আরও পড়ুন: 'গোপন কথা' লুকোতে লিভইন পার্টনারকে ধর্ষণ করে খুন, পরে দেহ ৪০ টুকরো❀ করল 𒉰যুবক)
আরও পড়ুন: একই জায়গায় দাঁড়িয়ে শক্ত💜ি বাড়াচ্ছে অতিগভীর নিম্নচাপ, কোথায় কবে🔴 ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল?
আরও পড়ুন: বোমা মেরে উড়িয়ে দেওয়া হব🐻ে, হুমকি পেলেন ট্রা🅷ম্পের ক্যাবিনেটে মনোনীত সদস্যরা
রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের বিপরীতে রঙ্গম সিনেমা হল–সংলগ্ন বান্ডিল রোড সেবক কলোনি এলাকার একটি গলিতে কুপিয়ে খুন করা হয়েছিল আইনজীবী সাইফুল ইসলামকে। আদালতে ভাঙচুরের প্রতিবাদে নাকি বেশ কয়েকজন আইনজীবী সেদিন মিছিল করে বান্ডিল রোডে গিয়েছিলেন। সেই সময় সশস্ত্র লোকজন তাঁদের ধাওয়া করেছিল। তখন হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন সাইফুল। এরপরই তাঁর ওপর চড়াও হয় অনেকে। সেখানেরই একটি ভিডিয়ো নাকি হাতে এসেছে পুলিশ। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রায় ১৫ থেকে ২০ জন সেই আই🎉নজীবীকে মারছে। এর মধ্যে দু'জন হেলমেট পরে থাকা ব্যক্তি কুপিয়েছে সাইফুলকে।