সাধারণ মানুষ সতর্ক না হলে সা💯ইবার ক্রাইম রুখে দেওয়া খুব মুশকিল। আমাদের প্রযুক্তিবিদরা এনিয়ে পলিসি তৈরি করতে পারেন। কিন্তু সাধারণ মানুষ সতর্ক না হওয়া পর্যন্ত তা পুরোপুরি কার্যকরী হবে না। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজাদি কি অমৃত মহোৎসব উপলক্ষ্যে দিল্লির বিজ্ঞান ভবনে সাইবার সিকিউরিটি সংক্রান্ত কনক্লেভের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখেন অমিত শাহ। তিনি বলেন, প্রতিটি নাগরিককে সাইবার স্পেসের চ্যালেঞ্জের সঙ্গে পরিচিত হতে হবে। তারপরই সাইবার সুরক্ষিত ভারত গড়া সম্ভব।
ডিজিটাল ইন্ডিয়ার পথে অনেকটাই এগিয়েছে ভারত।সেই প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছা প্রতিটি ভারতীয় যেন প্রযুক্তি ও ইন্টারনেটের সঙ্গ𝕴ে পরিচিত হন। ভারতে বর্তমানে ৮০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। তবꦆে নাগরিকদের মধ্যে সচেতনতা না এলে এই শক্তি চ্যালেঞ্জ হিসাবে আমাদের সামনে চলে আসবে।
সাইবার প্রতারনা, সাইবার হামলার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। তিনি জানিয়েছেন দেশ যেমন এগোচ্ছে তেমনই এই꧅ সাইবার প্রতারণার বিরুদ্ধেও সকলকে লড়াই করতে হবে।
তিনি বলেন, বছর তিনেক আগে সরকার সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের সূচনা করেন। তার নাম cybercrime.gov.in। প্রায় তিন লাখ অভিযোগ এসেছে এই পোর্টালে। তার মধ্যে অন্তত দুলাখ সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ব্যাপ⭕ারে।
তিনি বলেন, উপভোক্তাদের কাছে সরাসরি সরকারি সহায়ℱতা চলে যাচ্ছে। এর জেরে দুর্নীতি অনেকটাই বন্ধ করা সম্ভব হয়েছে। তবে এর সঙ্গে সাইবার প্রতারণা, সা💧ইবার অ্যাটাকের সম্ভাবনাটাও থেকে যাচ্ছে।