সাম্প্রতিককালে আইনসভা এবং বিচার ব্যবস্থার মধ্যে বিভেদ দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এই আবহে আজ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে প্রশ্ন করা হয়েছিল। এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য, 'আমরা নির্বাচিত নই। তবে এটা আমাদের দুর্বলতা নয় বরং শক্তি।' আজ বিচারপতি চন্দ্রচূড় বলেন, 'গণতান্ত্রিক পরিকাঠামোয় বিচারব্যবস্থা নির্বাচিত শাখা নয়। গণতন্ত্রের নির্বাচিত শাখার গুরুত্ব অনেক। আমি সেটাকে ছোট করছি না। নির্বাচিত প্রতিনিধিদের মানুষের কাছে জবাবদিহি করতে হয়। এক্সিকিউটিভ শাখাকে সংসদের কাছে জবাবিহি করতে হয়। আমি দেশের প্রধান বিচারপতি হিসেবে এই ব্যবস্থাকে সম্মান করি। তবে এটাও বোঝা উচিত যে বিচারপতিদের ভূমিকা কী। আমরা নির্বাচিত নই। তবে এটা আমাদের দুর্বলতা নয় বরং শক্তি।' (আরও পড়ুন: 'চি𓃲ন্তাধারা বদলাতে হবে', বিচার ব্যবস্থায় নারীদের সমান সুযোগ দেওয়ার বার্তা ♛CJI-এর)